হাওড়া: শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেলুড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল ব়্যাফ। জানা গিয়েছে, এলাকা দখলও তোলাবাজিকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে। শনিবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। জানা গিয়েছে, এক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হামলার অভিযোগ উঠেছে শাসকদলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। এরপরই শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুক্রবার রাতে অম্বিকা জুট মিলের শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল তাঁর দলবল নিয়ে মানিক ঘোষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এমনকি বাড়ির সদস্যদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানিক ঘোষের বিরুদ্ধে। বিশ্বজিৎ মণ্ডলের আরও দাবি, মানিকের এলাকায় তোলাবাজি করে। রাতে এলাকায় তাণ্ডব চালিয়েছিল বাইক বাহিনী নিয়ে। পুরনো তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে তাঁর বাড়িতে। পাল্টা মানিক ঘোষের দাবি, তাঁর বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁর স্ত্রীকেও ভয় দেখানো হয়েছে।
আরও পড়ুন: ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
এদিন সকালে শাসকদলের দুই গোষ্ঠীর লোকজন লাঠি, ইট নিয়ে এলাকায় জড়ো হয় । পরিস্থিতি বেগতিক বুঝেই আগেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। দুপক্ষের লোকজনের থেকে উদ্ধার হয় লাঠি ও ইট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। র্যাফও নামানো হয়েছে।