কলকাতা: বিজেপি রাজ্যসভার সাংসদের পা টিপে দিচ্ছেন একজন। আর চেয়ারে বসে উনি সেবা নিচ্ছেন। আরও ভিডিও এখন স্যোশাল মি়ডিয়ায়। যদিও এই ভিডইওর সত্যতা কলকাতা চিভি যাচ্ছাই করেনি। এই দৃশ্য সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিও তে দেখা গিয়েছে অনন্ত মহারাজকে (BJP MP Ananta Roy Maharaj)। তাঁকে তীব্র কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উয়দন গুহ।
আর এই বিজেপির সাংসদের একটি ভিডিয়ো প্রকাশ্যে চলে এসেছে। ভিডিও–তে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন অনন্ত রায়। আর একজনকে দিয়ে পা টেপাচ্ছেন। আর আরাম উপভোগ করছেন। এই পা মালিশ এবং টিপে দেওয়ার দৃশ্য সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ওই ভিডিয়ো সামনে রেখে অনন্ত মহারাজকে তীব্র কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উয়দন গুহ (Udayan Guha )।
আরও পড়ুন: শহরে সব থানায় ওসি বা সমমর্যাদার অফিসার থাকা বাধ্যতামূলক, নির্দেশিকা লালবাজারের
অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো নিয়েও বিজেপিকে তোপ দাগেন উদয়ন। তিনি বলেন, বিজেপি এনার মতো একজনকে গণতন্ত্রের উচ্চকক্ষে পাঠিয়েছে। এটা লজ্জার। একজন ভণ্ড স্বঘোষিত মহারাজ। ছেলের বয়সী একজনকে দিয়ে পা টেপাচ্ছে। কখনও আলাদা রাজ্য দরকার। কখনও বলছে কেন্দ্র শাসিত রাজ্যের দরকার। এদের পাল্লায় পড়লে কোচবিহারের মানুষের কী অবস্থা হবে তা প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, এদের মানুষের সামনে মুখ দেখানো উচিত নয়। এরা আবার মানুষের জন্য কথা বলে। এই ধরনের মানুষরা সমাজের পক্ষে বিপজ্জনক।
অনন্ত বলেছেন, তিনি অসুস্থ। পায়ে ইউরিক অ্যাসিডের ব্যথা আছে। চিকিৎসকের পরামর্শেই এই কাজ করেছেন। এক আত্মীয় আমার পায়ে তেল মালিশ করে দেয়। সেটাই ভিডিও–তে দেখা গিয়েছে।