ধূপগুড়ি: পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবলে অসুস্থ হল পড়ুয়া। শনিবার সকালে একদিকে যখন ধূপগুড়ি ব্লকের শালবাড়ি হাই স্কুলে সাপ উদ্ধার হল। ঠিক তার কিছু পরেই ধূপগুড়ি শহরের গার্লস হাইস্কুলে সাপের কামড়ে অসুস্থ হল এক ছাত্রী। অসুস্থ ওই ছাত্রীর নাম সোয়া আখতার। সোয়াকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে রয়েছে সে।
সোয়া দশম শ্রেনীর ছাত্রী। জানা গিয়েছে, শনিবার ইউনিট টেষ্টের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষনের মধ্যেই ঘটনাটি ঘটেছে। অসুস্থ বোধ করে ছাত্রী স্কুলের শিক্ষিকাদের সাপের ছোবলের ঘটনা জানায়। তড়িঘড়ি ছাত্রীর অপর ক্লাস রুমে থাকা বোনকে ডেকে নিয়ে আসে। তারপরই সোয়াকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শুরু হল পাটনা-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসের ট্রায়াল রান
হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে চিকিৎসককেও দেখায়। সাপটি বিষহীন না বিষধর, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ছাত্রীর চিকিৎসা শুরু করা হয়েছে। দিনভর পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে এদিনই লাঠির সামনে সাপ জড়িয়ে ছুটছেন প্রধান শিক্ষক। তা দেখে হাততালিতে ভরে ওঠে গোটা স্কুল চত্ত্বর। এমনই রোমহর্ষক দৃশ্যের সাক্ষী থাকল ধূপগুড়ি ব্লকের শালবাড়ি উচ্চ বিদ্যালয়। শনিবার সকালে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন শুরুর আগে নিয়ম মাফিক চলছিল প্রার্থনা এবং জাতীয় সংগীত পর্ব। এরপরই স্কুলের একটি কক্ষের মধ্যে সাপ আটকে থাকতে দেখেন দুই পড়ুয়া। বিশাল আকারের ওই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা। পর অনেক কষ্টে সাপটিকে উদ্ধার করে স্কুলের বাইরে থাকা জলাজমিতে ফেলে দিয়ে আসেন প্রধান শিক্ষক।