কলকাতা : বাংলা ওয়েবসিরিজ ‘মাতঙ্গী’র শুটিং সেটে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে তৃণা সাহার ঝামেলার ঘটনা বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে এসেছে। মেকআপভ্যান জনিত সমস্যার জেরে সিরিজ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী তৃণা সাহা। এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সংশ্লিষ্ট সিরিজের সহ প্রযোজক রুদ্রনীল ঘোষ। মুখ খোলেননি দুই অভিনেত্রীও। এবার ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী তৃনা। তিনি জানিয়েছেন,”প্রথমে ভেবেছিলাম যা হবার হয়ে গেছে সেটা নিজেদের মধ্যেই থাকুক। কিন্তু এখন দেখছি, চুপ থাকার সুবিধে অনেকে নিচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের আমাকে ভিলেন হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে। পরিচালক দীপাঞ্জন চন্দ শুরুতে যখন আমাকে চিত্রনাট্য শুনিয়েছিলেন তখনই আমি ওকে বলেছিলাম আমার আলাদা মেকআপ রুম লাগবে। দীপাঞ্জনদা বলেছিলেন ব্যবস্থা হয়ে যাবে। কারণ এর আগে একটা কাজের অভিজ্ঞতা আমাকে শিক্ষা দিয়েছে। আমি কখনোই মেকআপ আর্টি স্ট কিংবা অ্যাটেনডেন্স কিছু চাইনি, আমার বিরুদ্ধে এসব বলা হচ্ছে সেগুলো মিথ্যা!”
জানা যায়, শ্যুটিংয়ে নিজস্ব মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসার পেয়ে থাকেন সোহিনী। সেই খরচ বহন করে প্রযোজনা সংস্থাই। তবে শ্যুটিং শুরুর আগে এই ব্যাপারটি জানতেন না তৃণা। শ্যুটিংয়ে পৌঁছে যখন তিনি জানতে পারেন তখন নিজের জন্যও এই সুবিধা দাবি করেন তিনি। সেটের মধ্যে শুরু হয়ে যায় চিৎকার। এরপর সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা। যার ফলে বন্ধ হয়ে যায় শ্যুটিং। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় প্রযোজনা সংস্থাকে। এই নিয়ে আগেই মুখ খুলেছিলেন রুদ্রনীল। যদিও তিনি জানান যে, ঘটনার পরে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তৃণা। কিন্তু বেশ কিছু শর্ত তিনি চাপিয়েছেন। যা বেশ খরচ সাপেক্ষ। ফলে তা নিয়ে আলোচনা হবে। এরপরেই শোনা যায় সিরিজ থেকে বাদ পড়েছেন তৃণা। তাঁর জায়গায় ইনি অভিনেত্রী খোঁজা চলছে।