ধূপগুড়ি: লাঠির সামনে সাপ জড়িয়ে ছুটছেন প্রধান শিক্ষক। তা দেখে হাততালিতে ভরে উঠল গোটা স্কুল চত্ত্বর। এমনই রোমহর্ষক দৃশ্যের সাক্ষী থাকল ধূপগুড়ি ব্লকের শালবাড়ি উচ্চ বিদ্যালয়। শনিবার সকালে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন শুরুর আগে নিয়ম মাফিক চলছিল প্রার্থনা এবং জাতীয় সংগীত পর্ব। এরপরই স্কুলের একটি কক্ষের মধ্যে সাপ আটকে থাকতে দেখেন দুই পড়ুয়া। বিশাল আকারের ওই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা। পর অনেক কষ্টে সাপটিকে উদ্ধার করে স্কুলের বাইরে থাকা জলাজমিতে ফেলে দিয়ে আসেন প্রধান শিক্ষক।
খবর যায় প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষকদের কাছে। প্রধান শিক্ষক সুদীপ সিনহা এসে দেখেন দরজার নীচের ফাঁক দিয়ে একটি সাপ ঘরের ভেতর প্রবেশ করতে গিয়ে আটকে গেছে। সাপটি ভিতরে তো প্রবেশ করতে পারছেই না, এমনকী বাইরে আসতেও পারছে না। কার্যত বন্দি অবস্থায় রয়েছে সেই সাপটি। সে বন্দী অবস্থাতেই হোক তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা স্কুল। এরপর প্রায় আধ ঘণ্টার প্রয়াসে একটি লম্বা লাঠির সাহায্যে সাপটিকে দরজার ফাঁক থেকে বের করা হয়। বন্দী অবস্থা থেকে মুক্তি পেতেই গোটা স্কুল চত্বরে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে সাপটি। আর এতেই রীতিমতো হুলস্থুল কাণ্ড বেধে যায় স্কুলে।
আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের দাবিতে শাসনের বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের
এরপর একটি লম্বা লাঠির সামনে সেই সাপটিকে জড়িয়ে ছুট দেন প্রধান শিক্ষক। এক দৌড়ে স্কুলের বাইরে থাকা একটি জলা জমিতে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। সাপ উদ্ধারের পর আতঙ্কমুক্ত হয় গোটা স্কুল চত্বর। সেইসঙ্গে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন শুরু হয়। তবে প্রধান শিক্ষকের এই ভূমিকায় খুশি স্কুলের পড়ুয়ারা।