উত্তর ২৪ পরগনা: বসিরহাট (Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদী। যার একদিকে সুইসগেট অন্যদিকে নদী বাঁধ ভেঙ্গেছে শুক্রবার ভোররাতে। যার জেরে নদীর নোনা জল গ্রামের ভিতর ঢুকছে, চাষের জমি নষ্ট হচ্ছে। গ্রামে হঠাৎ করে জল ঢুকে যাওয়ার কারণে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আমবেড়িয়া কেদার চক অঞ্চলের ঘটনা।
আজ সকাল থেকেই জোর কদমে চলছে গেট মেরামতির কাজ। সেচ দফতরকে কাজে লাগিয়ে পঞ্চায়েতকে জানিয়ে গ্রামবাসীদের সাহায্যে একদিকে সুইজগেট মেরামতির কাজ চলছে অন্যদিকে ক্ষতিগ্রস্ত বাঁধের উপর বাস বালির বস্তা দিয়ে রায়বোঙ্গল নদী ভাঙ্গন আটকানোর চেষ্টা। সামনেই ভরা কোটাল। এদিকে, রায়মঙ্গল ছোট কলা গাছি ইছামতি একাধিক নদী বাধে ফটল দেখা দিয়েছে। নদীর জলস্তর বেড়ে তার উপরে লাগাতার বৃষ্টির ফলে নদীর বাঁধের মাটির স্খলন শুরু হয়েছে। বাধের নিচে বড় বড় মাটির ফোকর তৈরি হয়েছে। দ্রুত বাঁধ মেরামতি না করলে বড়সয় বিপজ্জের মুখে পড়তে পারে সুন্দরবনের মানুষ।
আরও পড়ুন: ধাক্কা নয়, গাল টিপে আদর করেছেন বললেন সাংসদ সুনীল
সকাল থেকে শেষ দপ্তর বাঁধ বানাবতীর কাজ শুরু করেছে। এদিন হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী শেখ শহিদুল্লাহ কাজী বলেন কেন্দ্র সরকার বাঁধের কাজের টাকা দিচ্ছে না, পাশাপাশি ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে আমরা রাজ্যের থেকে সব রকম চেষ্টা করছি, এখনো সমিতি ঘটনা আমরা পুরো বিষয়টা হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ীকে জানিয়েছি , প্রশাসন দেখছে দ্রুত বাঁধ মেরামতি পাশাপাশি সুইসগেট সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে।