কলকাতা: সব পক্ষের বক্তব্য শুনে একক বেঞ্চকে নির্দেশ দেওয়ার পরামর্শ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। পঞ্চায়েত মামলায় উলুবেড়িয়ার (Uluberia Panchayat Case) এসডিও, বিডিও এবং এক অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে কেন্দ্র করে ডিভিশন বেঞ্চ ওই পরামর্শ দিয়েছে। শুক্রবার বেঞ্চ বলেছে, ওই তিন জনকে বরখাস্ত করার নির্দেশ আদালত দেয়নি। আদালত নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটির সুপারিশ ছিল, ওই অফিসারদের বিরুদ্ধে রাজ্য সরকারকে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর এধরনের ঘটনা না ঘটে। তবে বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কমিটির রিপোর্টের ভিত্তিতে কোনও পদক্ষেপের উপর হস্তক্ষ্প করবে না বলেও এদিন জানিয়ে দিয়েছেন।
এক বাম প্রার্থীর অভিযোগের ভিত্তিতে একক বেঞ্চ উলুবেড়িয়ার এসডিও, বিডিও সহ তিন অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান এসডিও। ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে কমিটি গঠন করতে বলে ওই অভিযোগের তদন্তের জন্য। ১৯ জুলাই দে কমিটি তাদের রিপোর্ট পেশ করে। তাতে বলা হয়, প্রার্থীর অভিযোগের সারবত্তা আছে। তাঁর মনোনয়নপত্র বিকৃত করা হয়েছে। এমনকি ওবিসি শংসাপত্রও বাতিল করা হয়। কমিটির আরও পর্যবেক্ষণ, শাসকদলের প্রার্থীর ওবিসি শংসাপত্র জাল ছিল।
আরও পড়ুন: পুরুলিয়া শহরে টোটোর নৈরাজ্য রুখতে পরিবহণ দফতরের নির্দেশকে বুড়ো আঙুল
এদিন এসডিওর আইনজীবী জয়দ্বীপ কর জানান, উলুবেড়িয়ার আইসি এসডিওকে ওবিসি শংসাপত্র আবং মনোনয়নপত্র বিকৃত করার কথা জানিয়েছিলেন। তবে নথি বিকৃত করার ব্যাপারে এসডিওর কোনও ভূমিকা নেই। তাছাড়া তাঁর বক্তব্য না শুনেই চাকরি থেকে বরখাস্ত করার অধিকার নেই আদালতের। ডিভিশন বেঞ্চ বলে, দে কমিটি এসডিওকে বরখাস্ত করার নির্দেশ দেয়নি। কমিটি এসডিওর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। বিচারপতি সিংহ রায় বলেন, এসডিওর তখনও ব্যবস্থা নেওয়া উটিত ছিল। বাম প্রার্থী কাশ্মীরা খাতুনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্রাচার্য বলেন, কোনও কর্মচারীকে বরখাস্ত করার আগে তাঁর বক্তব্য শুনতে হবে, এমন কোনও বাধ্য বাধ্যকতা নেই।
এদিন ডিভিশন বেঞ্চ বলে, সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা রাজ্য সরকার বিবেচনা করবে। তবে একক বেঞ্চকে আমরা অনুরোধ করব, সকলের বক্তব্য শুনে যেন তারা নির্দেশ দেয়।