ক্যানিং: বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু হল এক দম্পতির। শুক্রবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গণেশ মণ্ডল (৪২) ও বিজলী মণ্ডল (৩৬) নামে এক দম্পতির। পুলিশ জানিয়েছে, মৃতেরা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের প্রতাপনগর গ্রামের বাসিন্দা। দম্পতির মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারসূত্রের খবর, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একসঙ্গেই ঘুমোতে গিয়েছিলেন গণেশ ও বিজলী। বিছানাতেই শুক্রবার ভোরে তাঁদেরকে সাপে কামড়ায়। যন্ত্রণা অনুভব করে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের অন্য সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সকালেই তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বিজলী ও গণেশের। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: সিপিএম করায় প্রতিশোধ! রাতের অন্ধকারে লক্ষাধিক টাকার ফসল নষ্ট দুষ্কৃতীদের