কলকাতা : সোশ্যাল মিডিয়ায় আজ নবনীতা দাসের জন্মদিনে পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন জিতু কমল। জন্মদিনে কেক কাটা থেকে কেক খাইয়ে দেওয়া। সবই যেন আজ স্মৃতি। শুধু রিয়েল লাইফে নয় রিয়েল লাইফেও তারা একে অন্যের সঙ্গে ঘর বেঁধেছিলেন। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বিবাহ-বিচ্ছেদের পথে জিতু-নবনীতা। এখন তাদের দুজনের পথ আলাদা হলেও রাতারাতি সবটা ঝেড়ে ফেলা যায় কি! তাই স্ত্রীর জন্মদিনে আজ বৃহস্পতিবার নিজেকে আর সামলে রাখতে পারলেন না অভিনেতা জিতু। পুরনো স্মৃতি উসকে দিয়ে শেয়ার করলেন একান্ত নিজস্ব ভিডিও এবং নবনীতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জিতু। তাঁদের ভক্তরাও আজ স্মৃতি বিজড়িত।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নবনীতা নিজেই তাদের বৈবাহিক সম্পর্কে ইতি জানার ঘোষণা করেছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় দুদিক থেকেই বয়ে গেছে অনেক ঢেউ। ২০২০ সালের জন্মদিনের এই ভিডিওতে দেখা যাচ্ছে কেকের ওপর লেখা ‘শুভ জন্মদিন ছোট বউ’। ভিডিওতে দেখা যাচ্ছে সেই কে কেটে খাচ্ছে তাঁরা। জিতুর শেয়ার করাই ভিডিওতে তিনি লিখেছেন, ‘খুব খুব ভালো থেকো’।
কমেন্ট বক্সে অবশ্য দু-ধরনের মন্তব্যে ভরে গিয়েছে। অনেকে লিখেছেন, ‘এভাবেই চেষ্টা চালিয়ে যাও মন গলবে’। অনেকেই আবার লিখেছেন, ‘এসব নাটক বন্ধ করুন’।
সকাল থেকেই লাবনীতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছিল শুভেচ্ছা বার্তা। তবে সকলেই অপেক্ষা করছিলেন জিতুর দিকে তাকিয়ে। পুরনো জন্মদিনের ভিডিও পোস্ট করে জিতু তাদের যথেষ্ট খুশি করেছেন। যদিও নবনীতার কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি।
দুজনে এখন আইনি বিবাহ বিচ্ছেদের অপেক্ষায়। তবে সুযোগ পেলে কিংবা দেখা হলে নবনীতা জিতু কথা বলতে কোন বাধা নেই। বন্ধুত্ব তাঁদের রয়েই গেছে। দুজনেরই মনের কথা তাই।