কলকাতা: ‘কোই মিল গ্যায়া’… (Koi Mil Gaya) ছবির গল্প জুড়েই একঝাঁক স্মৃতি। ছবির স্পেশাল আকর্ষণ ছিল, যাদুর (Jaadu) ভূমিকা। অন্যদিকে, একজন বিশেষভাবে সক্ষম যুবকের অভিনয় করেছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। বক্সঅফিসেও (Box Office) ব্লকবাস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই ছবি। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল হৃতিক-প্রীতি অভিনীত ‘কোই মিল গ্যায়া’। দেখতে দেখতে ছবিটির বয়স ২০ বছর পেরিয়েছে। আর তাই ২০ বছর পূর্তি উপলক্ষে ৪ আগস্ট সারা দেশে পুনরায় মুক্তি পাবে সিনেমাটি।
জানা গিয়েছে, পরিচালক রাকেশ রোশন পিভিআরের সহযোগিতায় ভারতের ৩০টি শহরে ‘কোই মিল গ্যায়া’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালক রাকেশ রোশন জানান, আজও তিনি ইন্টারনেটে ছবিটি নিয়ে নানারকম মেমে দেখতে পান। তাঁর কথায়, “আমাদের চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মানসিক প্রতিবন্ধী যুবক, ছেলেটির গভীর আবেগপূর্ণ গল্প, তাঁর যাত্রা, তাঁর মা, বন্ধুবান্ধব এবং নিশার সঙ্গে তাঁর সম্পর্ক, একমাত্র প্রাপ্তবয়স্ক মেয়ের তাঁকে বোঝা, জাদু নামের এক বন্ধুত্বপূর্ণ এলিয়েনের সঙ্গে ওই প্রতিবন্ধী ছেলেটির সম্পর্ক, ন্যূনতম ভিএফএক্স সবটাই এই ছবিটির মূল ইউএসপি।”
আরও পড়ুন:‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ এর মাঝে কত রোজগার হল ‘রকি অউর রানীর’?
রাকেশ রোশান আরও বলেন, “মুভিটি মূলত শিশুদের সঙ্গে সংযুক্ত। আমাদের ভাবনা হল, এই সিনেমাটির নস্টালজিয়াকে পুনরুজ্জীবিত করা এবং পিভিআর আইনক্স সিনেমায় এটিকে পুনরায় মুক্তি দেওয়া। আমরা আশা করি একটি পারিবারিক ভ্রমণের মাধ্যমে অভিভাবকেরা নিজেদের পুরোনো স্মৃতিতে ফিরে যাবেন এবং তাদের বাচ্চাদের সিনেমা হলে নিয়ে যাবেন। নতুন প্রজন্মকে জাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ছবিটির আবারও মুক্তি দর্শককে নস্টালজিক করে তুলবে। এই ছবিতে হৃতিক রোশন, প্রীতি জিনতা এবং রেখা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির সংস্করণ হিসেবে কৃষ এবং কৃষ ৩ নামে আরও দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।