কলকাতা: সোহিনী সরকার ও তৃণা সাহার ইগো ফাইটকে ঘিরে টলিউড এখন সরগরম। সম্প্রতি ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজকে কেন্দ্র করে টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং তৃণা সাহার মধ্যে বিবাদ প্রকাশ্যে আসে। গত সপ্তাহেই এই ওয়েব সিরিজের শুটিংও শুরু হয়। কিন্তু টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছ, ক্যামেলিয়া প্রোডাকশনের ওয়েব সিরিজ ‘মাতঙ্গী’র শ্যুটিংয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে, যে তৃণা সাহা নাকি সেট ছেরে বেরিয়ে যান। সোহিনী সরকারের সঙ্গে ঝগড়ার কারণেই নাকি শুটিং ছেড়ে বের হয়ে যান তৃণা। খবর ছড়িয়ে পড়তেই এটা নিয়ে টলিপাড়ায় চলছে বেশ চর্চা।
সিরিজের দুই নায়িকা এই বিষয়ে মুখ না খুললেও টলিপাড়ার অন্দরে কান পাটোলে শোনা যাচ্ছে, ক্যামেলিয়া প্রোডাকশন তৃণাকে ছাড়াই এই ওয়েব সিরিজের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যদিও এই সিরিজে তৃণার ৭০ শতাংশ শ্যুটিং নাকি হয়ে গিয়েছে। আর অন্য অভিনেত্রীকে তৃণার জায়গায় নেওয়ার অর্থ হল নতুন করে শ্যুটিং করা। শোনা যাচ্ছে, তৃণার পরিবর্তে এই ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের কাছে। যদিও রোশনির কথা অনুযায়ী তিনি প্রস্তাব পেয়েছেন ঠিকই তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: তৃণমূলের জমিতে কীটনাশক মেশাল সিপিএম! অভিযোগ বাদুড়িয়ায়
সূত্রের খবর, আর সমস্ত সমস্যার সূত্রপাত হয়েছে মেকআপ ভ্যানকে কেন্দ্র করে। ‘মাতঙ্গী’র শুটিংয়ে সোহিনীর জন্য মেকআপ ভ্যানের বন্দোবস্ত করা হলেও তৃণাকে সেই সুবিধে দেওয়া হয়নি। সোহিনীকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণা। এদিকে রেগেমেগে শুটিং ছেড়ে চলে যান তৃণা। এরপর সোহিনী আর্টিস্ট ফোরামের কাছে মেসেজ করে জানান তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ ভ্যান পেয়ে আসছেন। অপেক্ষা করলে তার মত অন্যরাও বিশেষ বন্দোবস্ত পেতে পারেন।