কবির সিংয়ের (Kabir Singh) প্রীতি হোক কিংবা শেরশার মিসেস বাত্রা। এক ঝলকেই মন জয়3 করেছে দর্শকের। ৩১ জুলাই ২০২৩, ৩১ বছর পার করলেন তিনি। হ্যাঁ ঠিক ধরেছেন, বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী। জন্মদিনের শুভলগ্নে চলুন দেখে নেওয়া যাক তাঁর কিছু জনপ্রিয় চরিত্রে বা রূপ।
২০১৬ সালের ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে,সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে সাক্ষী রাওয়াতের চরিত্রে দেখা যায় তাঁকে। সেখানেই সাক্ষীর চরিত্রে ল্যামলাইট কারেন দর্শকের। দুধর্ষ অভিনয় দিয়ে নিজের জায়গা করে নেয় বিটাউনে।
আরও পড়ুন: এই অ্যাশেজ সিরিজের নাম হোক রূপকথা, শিক্ষা নিক বাকি ক্রিকেট বিশ্ব
২০১৯ সালে মুক্তি পায় শাহিদ কপূরের বিপরীতে ‘কবীর সিংহ’ ছবিটি। প্রবল সমালোচিত হলেও এই ছবিতে কিয়ারার অভিনয় নজর কাড়ে দর্শকের।
২০২১ সালে মুক্তি পায় ‘শেরশাহ’। এই ছবির হাত ধরেই প্রেম শুরু হয় কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রর। এরপর ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ তাঁর অন্যতম বড় বক্স অফিস হিট ছবি। কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবিতে কাজ করেন তিনি।
এরপর চলতি বছরে মুক্তি পেয়েছে ‘সত্যপ্রেম কি কথা’। ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধেন তিনি এবং বহুল প্রশংসিত হয় তাঁর চরিত্র ও অভিনয়।