কলকাতা: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা (Actor) শাকিব খান (Shakib Khan)। তিনি ঢালিউডের ‘কিং খান’। তবে শুধু ঢালিউড নয়, টলিউডেও নিজের পসার জমিয়েছিলেন অভিনেতা। এবার বলিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশের সিনেমার এই সুপারস্টারের। জানা যাচ্ছে, প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন বলিউডের অভিনেত্রী। সূত্রের খবর, এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খানের ভাই ফয়সাল খান।
আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। এই সিনেমার শুটিং হবে বেনারসে। টানা ৩৫ দিন ধরে চলবে সিনেমার শুটিং এবং অন্যান্য কাজ। বর্তমানে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজে ভারতে রয়েছেন পরিচালক অনন্য মামুন। শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান ছবির নাম হতে পারে ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের এ গল্পে শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। উঠে আসছে প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের নাম। তবে নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করে ছবির নাম কিংবা নায়িকা কে হবেন, সে ব্যাপারে কিছু বলেননি। পরিচালক মুখ না খুললেও সূত্র মারফৎ জানা গিয়েছে, জেরিন খান অথবা শেহনাজ গিল এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে ছবিতে।
পরিচালক অনন্য মামুন জানান, “আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্ট সব কিছু ঘোষণা দেওয়া হবে। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশি কিছু জানাতে পারছি না।” তবে যাকে নিয়ে এত কথা, সেই শাকিব খান এখনও পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি।
উল্লেখ্য,এবারের ইদ উল আযহার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা এই সিনেমা বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সিনেমাটি দারুণ ব্যবসা করেছে। বাংলাদেশের সিনেমায় অন্যতম হিট সিনেমা ‘প্রিয়তমা’। এই সিনেমায় শাকিবকে দেখা গিয়েছে এক বৃদ্ধের চরিত্রে। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব। সেখানে তার সঙ্গে দেখা গিয়েছে বাংলাদেশের সিনেমার অভিনেত্রী অভিনেত্রী অপু বিশ্বাস এবং তাঁদের সন্তান জয় আব্রামকে।