কলকাতা : বড়পর্দায় মুক্তির অপেক্ষায় পরিচালক মৈনাক ভৌমিকের(Mainak Bhaumik) ছবি ‘চিনি ২’(Cheeni 2)।সদ্যই প্রকাশ্যে এসেছে লগ্নজিতা চক্রবর্তীর(Lagnajita Chakraborty) গাওয়া ছবির নতুন গান ‘তোমার কাছাকাছি’(Tomar Kachhakacchi)।নীলাঞ্জন চক্রবর্তীর(Nilanjan Chakraborty) কথায় গানে সুর করেছেন মৈনাক মজুমদার(Mainak Majoomdar)।ছবিতে অভিনয় করেছেন মধুমিতা সরকার(Madhumita Sarcar),অপরাজিতা আঢ্য(Aparajita Adhya)।পাশাপাশি দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী(Anirban Chakraborty),লিলি চক্রবর্তী(Lily Chakraborty),সৌম্য মুখোপাধ্যায়কেও(Soumya Mukherjee)।‘চিনি’-র মতো ‘চিনি ২’ ও যে দারুণ পছন্দ করবেন বাঙালি দর্শক,তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ‘চিনি ২’।২০২০ সালে অতিমারিকালেই সিনেমাহলে শুরু হয় নিয়মবিধি মেনে ছবি প্রদর্শন।বছরের শেষে মুক্তি পায় চিনি।করোনা সংক্রমণ এড়াতে সেই সময় মোটেও ভিড় জমাচ্ছিলেন না সিনেপ্রেমীরা।যদিও স্বল্প সংখ্যক দর্শকের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পায় ‘চিনি’। পরবর্তীকালে ওটিটি রিলিজের পরও প্রচুর মানুষ দেখে ফেলেছেন চিনি।ছবির মত দারুণ জনপ্রিয় হয়েছিল ছবির অন্যতম গান ‘তোমার চোখের শীতলপাটি’।যে গানটি গেয়েছিলেন সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। প্রায় আড়াই বছর পর মুক্তি পাচ্ছে চিনি ২।মা ও মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছিল প্রথম ‘চিনি’-র গল্প-চিত্রনাট্য।
ছবির নাম চিনি ২ হলেও প্রথম ছবির সঙ্গে কাস্টিং ছাড়া কোনও মিলই নেই এই ছবির।‘চিনি ২’ ছবিতে অপরাজিতা আঢ্য রয়েছেন বাড়িওয়ালির চরিত্রে।তাঁর ভাড়াটের ভূমিকায় দেখা মিলবে মধুমিতা সরকারের।দুই অসমবয়সী নারী কি ভাবে অভিন্নহৃদয় দুই বন্ধু হয়ে উঠলেন।এবং ভাড়াটে চিনির লাভ গুরু হয়ে উঠলেন মিস্টি মাসিমা।সেই গল্প নিয়েই চিনি ২।ছবিতে অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারের অভিনয়ের রসায়ন নজর কাড়বে সিনেপ্রেমীদের।পাশাপাশি অনির্বাণ চক্রবর্তী,লিলি চক্রবর্তী তো রয়েছেনই।একটি চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কেও।ছবিতে থাকছে লগ্নাজিতার গাওয়া গান ‘তোমার কাছাকাছি’।অতিমারির কারণে মোটেও বক্সঅফিসে বিরাট সাফল্য পায়নি চিনি।সেই দুঃখ ভুলিয়ে বক্সঅফিসে রাজ করতে আসছে চিনি ২।এমনটা কিন্তু ট্রেলারেই স্পষ্ট করে দিয়েছেন নির্মাতারা।১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ছবি।বক্সঅফিসে চিনি ২ কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার।