ইসলামাবাদ: পাকিস্তানে কট্টরপন্থী রাজনীতিক এবং মুসলিম নেতাদের এক জনসভায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে বাজুর জেলায়। জায়গাটি আফগানিস্তান সীমান্ত লাগোয়া। পুলিশ জানিয়েছে, মৌলানা ফজলুর রহমানের জমিয়ত উলেমায়ে ইসলাম পার্টির সমর্থকরা বাজুর জেলা সদর খারের শহরতলিতে সমাবেশে যোগ দিয়েছিলেন। তখন ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মৃতের সংখ্যা বাড়তে পারে। খাইবার পাখতুনখোয়ার পুলিশ কর্তা জানান, দলের শীর্ষ নেতৃত্ব আসার আগে বিস্ফোরণটি ঘটে। বহু জখমকে পেশোয়ারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য, ফজলুর রহমান হলেন তালিবানপন্থী কট্টর নেতা। পাকিস্তানের জোট সরকারের শরিক তাঁর দল। আগামী অক্টোবরে হতে চলা নির্বাচনের প্রচারের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছিল।