মুম্বই : ১৮ বছর পর ভাঙতে চলেছে বলিউড অভিনেতা ফরদিন খান(Fardeen Khan) এবং তাঁর স্ত্রী নাতাশার(Natasha Madhavani) বিবাহিত জীবন।বিবাহ বিচ্ছেদের(Divorce) পথে হাঁটতে চলেছেন তাঁরা।বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, বিগত একবছরেরও বেশি সময় ধরে আলাদা(Separeted) থাকছিলেন দম্পতি।শেষ পর্যন্ত মিউচুয়ালি ডিভোর্স নিতে চলেছেন ফরদিন-নাতাশা।২০০৫সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরদিন খান ও নাতাশা।মেয়ে ডায়ানি(Diani),এবং ছেলে আজারিয়াস(Azarius) দুই সন্তানও রয়েছে তাঁদের।বেশ কয়েকবছর ধরেই নাকি বনিবনা হচ্ছিল না ফরদিন ও নাতাশার।সেই কারণেই শান্তিপূর্ণ ভাবে ডিভোর্স নেবার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি ফরদিন-নাতাশা।বি-টাউনের এই অন্যতম কাপলের ঘনিষ্ঠরা জানাচ্ছেন,বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ফরদিন খান ও নাতাশা মাধবানি।১৮ বছর দাম্পত্যজীবন কাটানোর পর ইতি টানতে চলেছেন তাঁরা।বেশ কিছুদিন ধরেই নাকি মতপার্থক্য হচ্ছিল ফারদিন ও নাতাশার।করোনাকালের পর থেকেই দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকতে শুরু করেন নাতাশা মাধবানি।অন্যদিকে বাবা ফিরোজ খানের(Firoz Khan) মৃত্যুর পর মুম্বইতে মায়ের সঙ্গেই থাকেন ফারদিন খান। শেষ পর্যন্ত বিবাহিত সম্পর্কে ইতি টানতে চলেছেন দম্পতি।
যদিও কেন ডিভোর্সের পথে এগোচ্ছেন,আর এমন কিই বা হল যে এমন সুন্দর একটা সম্পর্কের এমন দূর্ভাগ্যজনক পরিণতি হতে চলেছে,সেই নিয়ে ফরদিন-নাতাশ ঘনিষ্ঠমহলেও রয়েছে রীতিমতো জল্পনা। ২০০৫ সালে ফারদিন খান ও নাতাশা মাধবানি বিবাহসূত্রে আবদ্ধ হন। ২০১৩ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান মেয়ে ডায়ানি।চার বছর পর ২০১৭ সালে ফরদিন-নাতাশার পরিবারে আসে চতুর্থ সদস্য।তাঁদের ছেলে আজারিয়াস।এবার সত্যিই ফরদিন ও নাতাশার বিয়ের সম্পর্ক ভাঙছে,নাকি পুরোটাই জল্পনা এখন সেটাই দেখার।