কলকাতা : ডিটেকটিভ গোরা(Gora) এবার কলকল্লোল দত্ত, ওরফে মিস্টার কলকেতা(Mr. Kolketa)।ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ মিস্টার কলকেতা(Mr. Kolketa)।নামভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী(Rittwick Chakraborty)।পাশাপাশি সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল(Rajnandini Paul)। রবিবার মুক্তি পেল মিস্টার কলকেতা-র টিজার(Teaser)।সেপ্টেম্বরে ওটিটিতে আসছে এই নতুন সিরিজ।তিনশ বছর বয়স এই তিলোত্তমা শহর কলকাতার।গোবিন্দপুর(Govindapur),সুতানুটি(Sutanuti) ও কলকাতা(Kolkata), এই তিনটি গ্রাম নিয়ে যে শহর তৈরি করেছিলেন জোব চার্নক(Job Charnock)।যে শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে এক অন্য কলকাতা।কলকাতার প্রতি অলি-গলি-রাস্তায় বইছে তিনশ বছরের সোনালী ইতিহাসের এক চোরাস্রোত।এই প্রসঙ্গে কবীর সুমনের(Kabir Suman) একটি জনপ্রিয় গানের লাইন মনে পড়ে যায়।যে গানে সুমন লিখেছেন,’’তিন শতকের শহর,তিন শতকের ধাঁধা’’। এবার সেই ধাঁধার সমাধান করতে আসছেন শ্রী কলকল্লোল দত্ত,সকলের কাছে যিনি বেশি পরিচিত মিস্টার কলকেতা নামেই।ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ মিস্টার কলকেতা।
যে সিরিজে কলকাতা শহরের নানা আজানা রহস্যের খোলসা করবেন কলকল্লোল দত্ত ওরফে মিস্টার কলকেতা।যার কাছে সবচেয়ে আকর্ষণীয় এই শহরের অজানা ইতিহাস।যা আজও যুগের কালগর্ভের তলায় কোথাও একটি লুকিয়ে রয়েছে।প্রতিদিন মিস্টার কলকেতার অনেকটা সময় কাটে পুরনো কলকাতার মানচিত্রে চোখ রেখে।মিস্টার কলকেতা চরিত্রটিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। কলকেতা নামটা শুনেই বুঝতে পারছেন আরও একবার অদ্ভুত চরিত্রে নজর কাড়তে চলেছেন টলিপাড়ার অন্যতম শ্রেষ্ঠ এই অভিনেতা।পাশাপাশি সিরিজে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল সহ টলিপাড়ার আরও বহু তারকা।সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের টিজার।সেপ্টেম্বরে শুরু হবে মিস্টার কলকেতা-র স্ট্রিমিং।