দত্তপুকুর: মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় চলল। গুলি আহত দুই যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর (North 24 Paraganas Duttapukur) থানার কদম্বগাছি মধুপুর ও চণ্ডীগড়ি এলাকায়। এক যুবকের গলায় এবং অপর যুবকের পেটে গুলি লেগেছে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। ঘটনায় দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায় গুলি চালনা ঘটনায় ছড়াল চাঞ্চল্য।
মোবাইল ছিনতাই করতে না পেরে দত্তপুকুর থানার কদম্বগাছি মধুপুর ও চন্ডিগড়ি দুই জায়গায় ২ যুবককে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের (Miscreants) বিরুদ্ধে। এক যুবকের গলায় ও অপর যুবকের পেটে গুলিবিদ্ধ হয়। এক যুবককে উদ্ধার করে নিয়ে আসে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বাড়ি ফিরছিলেন মধুপুরের বাসিন্দা শুভজিৎ ঘোষ। সে সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী শুভজিতের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল নিতে বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই দুষ্কৃতীরা শুভজিৎকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তাঁর গলায় গুলি লেগেছে। ওই এলাকায় সোনা ঘোষ নামে অপর এক যুবককেও গুলি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর পেটে গুলি লেগেছে।
আরও পড়ুন: Medinipur | শিশুর রহস্যমৃত্যুতে বেনারডিহি, নিখোঁজ বালকের পচাগলা দেহ উদ্ধার
আহত দুই যুবককেই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এমনকি হাসপাতালের গেট ভাঙার চেষ্টা করে এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী। অভিযুক্তদের ধরতে জেলাজুড়ে নাকা চেকিং চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।