মুম্বই : ১৮ অগস্ট সিনেমাহলে মুক্তি পাচ্ছে আর বালকি পরিচালিত ছবি ঘুমর(Ghoomer)।আগামী ১১ অগস্ট ইন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে(IFFM 2023) উদ্বোধনী হতে চলেছে অভিষেক বচ্চন(Abhishek Bachhcna)-সাইয়ামি খের(Saiyami Kher) অভিনীত এই স্পোর্টস ড্রামা ফিল্ম(Sports Drama Film)।সূত্রের খবর,আইএফএফএমে প্রদর্শিত হওয়ার পরই আগামী ১৮ অগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পাবে ঘুমর। এমনটাই পরিকল্পনা করেছেন নির্মাতারা।খুব শীঘ্রই ঘুমর-এর মুক্তি নিয়ে বড় ঘোষণা হতে পারে বলেই জানা যাচ্ছে। ছবিতে অভিষেক ও সাইয়ামি ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি(Shabana Azmi) ও অঙ্গদ বেদি(Angad Bedi)।ক্যামিও রোলে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও(Amitabh Bachchan)।২০২২সালের শুরুর দিকেই ছবির শ্যুটিং শুরু করেন পরিচালক আর বালকি।তারপর থেকেই বারবার বিনোদুনিয়ায় সংবাদের শিরোনামে উঠে এসেছে এই স্পোর্টস ড্রামা ফিল্ম। কিছুদিন আগেই জানা গিয়েছিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ভারতীয় ছবি।যার মধ্যে স্থান করে নিয়েছে ঘুমরও।
‘পা’ খ্যাত পরিচালক আর বালকির আগামী ছবি ঘুমর আদপে একটি স্পোর্টস ড্রামা ফিল্ম।যে ছবিতে সাইয়ামি খেরকে দেখা যাবে একজন মহিলা ক্রিকেটারের ভূমিকায়। তাঁর কোচের চরিত্রে নজর কাড়বেন ছোটে বচ্চন।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি।মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পরই ভারতীয় সিনেপ্রেমীরাও ঘুমর দেখার সুযোগ পাবেন।১৮অগস্ট সিনেমাহলে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।খুব শীঘ্রই ঘুমর-এর মুক্তি নিয়ে বড় ঘোষণা হবে বলেই সূত্রের খবর।