কলকাতা: কামদুনির কলেজ ছাত্রীর গণধর্ষণে অভিযুক্তদের সাজা সংক্রান্ত মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখল হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৩ সালের ৭ই জুন, ২০ বছর বয়সি এক কলেজ ছাত্রীকে অপহরণ, গণধর্ষণ ও খুন করার ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ওই কাণ্ডে ২০১৬ সালে ছয় জন অভিযুক্তর সাজা ঘোষণা করেছিল কলকাতা নগর দায়রা আদালত। দোষী সাব্যস্ত হয়েছিল সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা, আমিন আলি, ইমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলাম। সইফুল, আনসার ও আমিনকে ফাঁসির সাজা দিয়েছিল কলকাতা নগর দায়রা আদালত। বাকি তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কলকাতা (Kolkata) হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে (Division Bench) গত প্রায় পাঁচ মাস ধরে এই মামলার শুনানি চলছিল। সোমবারই ওই মামলার সওয়াল পর্ব শেষ হয়। বলা হয়েছিল, মামলা সংক্রন্ত আরও কিছু নথি শুক্রবার পেশ করা হবে। রায়দানও হবে সেদিনই। সরকারি ভাবে শুক্রবারই মামলার শুনানি শেষ হল। তবে রায়দান স্থগিত রাখা হয়।
আরও পড়ুন: Manipur Situation | মণিপুর নিয়ে দিনে তিনবার খোঁজ নিচ্ছেন মোদি
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)