কলকাতা: রামনবমীর (Rama Navami) হিংসা মামলায় এনআইএ (NIA) তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য সরকার। এনআইএ তদন্তের বিরোধিতায় দায়ের করা রাজ্যের মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে আগেই। তার পরেও এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর একক বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মামলা করেছে এনআইএ। আগামী সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই রামনবমীর হিংসা মামলায় তদন্ত ভার নিয়েছে এনআইএ। আদালত তখনই বলেছিল, রাজ্য পুলিশ তদন্তে নেমে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছে, সেইগুলি অবিলম্বে এনআইএর হাতে তুলে দিয়ে হবে। কেন্দ্রীয় সংস্থাটির অভিযোগ, রাজ্য পুলিশ এখনও পর্যন্ত কোনও কাগজপত্র তাদের হাতে তুলে দেয়নি। রাজ্য সরকার তদন্তে অসহযোগিতা করছে।
আরও পড়ুন: Supreme Court | অভিষেক-রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস তুলে নিতে নির্দেশ ইডিকে
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সুপ্রিম কোর্টে যায়। কিন্তু শীর্ষ আদালতেও মুখ পোড়ে রাজ্য সরকারের। তবুও তারা হাল ছাড়তে নারাজ।
প্রসঙ্গত, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে ব্যাপক অশান্তি হয়। রাজ্য সরকারের অভিযোগ ছিল, রিষরায় এবং শিবপুরের বিজেপির প্ররোচনাতে অশান্তি ছড়িয়েছে। খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস ছুটে যান রিষড়ায়। সেখানে তিনি স্থানীয় মানুষ এবং পুলিশ কর্তাদের কথা বলেন। জল গড়ায় আদালত পর্যন্ত। এনআইএ তদন্তের দাবিতে বিজেপি মামলা করে। আদালত তাতেই সায় দেয়।