কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় ২০২১ সালের নির্বাচনের ভোটগণনার দিনের কথা তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরাসরি প্রশ্ন তুলে মমতা বলেন, নন্দীগ্রামে ২ ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন? ২ ঘণ্টা অন্ধকার করে রেজাল্টটা বদলে গিয়েছিল। এ কথা বলতেই বিজেপি বিধায়কেরা হইইচ শুরু করেন। বিরোধী দলনেতা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর তাঁরা ওয়াকআউট করেন। সাংবাদিক বৈঠকে জবাবে শুভেন্দু বলেন, এটা বিচারাধীন বিষয় বলে আমাকে নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ দিতে বাধা দেওয়া হয়েছিল। সেই বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে বিধানসভায় আলোচনার আর্জি জানিয়েছিল বিজেপি। সেইমতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্মতি জানিয়ে এদিন আলোচনা শুরু করেন। মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রেখে শুভেন্দু পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের ভূমিকার নিন্দা করেন। এরপরেই বক্তব্য রাখেন মমতা। শুভেন্দুর নাম না করে মমতার নিশানা, বিরোধী দলনেতা আগে তৃণমূলে ছিলেন। কিন্তু তিনি সিপিএম জমানার কথা বললেন না। কেন্দ্র যেমন ভোট করায় না, তেমন রাজ্য সরকারও করে না। তারপরই প্রশ্ন তুলে মমতা বলেন, নন্দীগ্রামে ২ ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন? তিনি আরও বলেন, যেটা আলোচনা হয়, সেটাই আমি বলছি। আমারও কথা বলার অধিকার রয়েছে। এটা নিয়ে তো মামলা হয়েছিল। সেই মামলা এখনও চলছে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মতা। পরে ভবানীপুর থেকে উপনির্বাচনে জেতেন মমতা। কিন্তু এখনও নন্দীগ্রামের হার নিয়ে মমতাকে খোঁচা দিতে শোনা যায় বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে, নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের পিছনে গণনায় কারচুপির অভিযোগ তোলে তৃণমূল।