কলকাতা: ভাঙড় নিয়ে তৎপরতা কলকাতা পুলিশের। ভাঙড়কে শান্ত করা কলকাতা পুলিশের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। পুলিশ সূত্রে খবর, ভাঙড় ১ ও ২ মিলিয়ে প্রায় ৩০০ বর্গকিমি এলাকা রয়েছে। সেখানে কতগুলি থানা হবে তা নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি কত ফোর্স দিতে হবে গোটা ভাঙড় এলাকা জুড়ে, তা নিয়েও ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। তাই সময় নষ্ট না করে আজই ভাঙড়ে গিয়েছেন কলকাতা পুলিশের একটি টিম। সেখানে সরজমিনে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুলিশের এক একটি থানার অধীনে ৩ থেকে ৪ কিলোমিটার করে এলাকা থাকে। অন্যদিকে ভাঙড় ১ ও ২ মিলিয়ে প্রায় ৩০০ বর্গকিমি এলাকা। এ ক্ষেত্রে ভাঙড়কে শান্ত করতে কমপক্ষে ১০টি থানা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে লালবাজার।
আরও পড়ুন: HC | Nandigram | ১৫ জন বিজেপি সদস্যের গ্রেফতারিতে রক্ষাকবচ আদালতের
বুধবার আলিপুরে আইপিএস অফিসারদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে হবে। পাশাপাশি লালবাজার সূত্রের খবর, নতুন ডিভিশন গঠনের সিদ্ধান্ত নিয়ে কলকাতা পুলিশ।
বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। পুলিশের ডিজি অমিত মালব্যকেও এই পদক্ষেপ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অশান্ত ভাঙড়কে শান্ত করতে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার ভাবনা। নয়া ডিভিশন চালুর কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই ডিভিশনে মোট আটটি থানা থাকবে। থাকবেন আটজন ওসি। তবে ভাঙড়ের কোন এলাকা কোন থানার আওতায় থাকবে তা এখনও জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা সমস্ত দায়ভার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে দিয়েছেন।