কলকাতা: বেশিরভাগ মানুষই যারা স্মার্টফোন (SmartPhone) ব্যবহার করেন, তাদের অনেকেই গুগল ফটোজে (Google Photos) ছবি রাখেন। গুগল ফটোজ হচ্ছে এমন একটি অ্যাপ (App) যা ক্লাউড স্টোরেজের মতো কাজ করে। এছাড়াও ফোনের সমস্ত ছবি, ভিডিয়োগুলিকে নিরাপদ রাখে। অর্থাৎ এর সবথেকে বড় সুবিধা হল, ব্যাকআপ নেওয়া থাকলে পুরনো ছবিও খুঁজে পাওয়া যায়। কিন্তু, আপনি মনের ভুলে গুগল ফটো থেকে কোনও ছবি ডিলিট করে ফেললেন! কী করবেন তখন? চিন্তা নেই, খুব সহজেই ডিলিট হওয়া ছবি আবার গুগল ফটোজ ফিরে পেতে পারেন। জেনে নিন কীভাবে-
কী ভাবে ডিলিট হওয়া ছবি গুগল ফটোজে ফিরে পাবেন-
১) অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে কোনও ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে গুগল ফটো অ্যাপটি খুলুন।
২) এবার নীচে লাইব্রেরি অপশনে ট্যাপ করে ট্র্যাশ ফোল্ডারে চলে যান।
আরও পড়ুন:Talk On Facts |Mexico Blind Village | এই গ্রামের সকলেই অন্ধ, কী রহস্য লুকিয়ে আছে জানেন?
৩) যে ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে চাইছেন, সেটি সার্চ করুন। একটি ছবি বা ভিডিয়ো টাচ এবং হোল্ড করুন।
৪) এবার নীচে রিস্টোর অপশনে প্রেস করুন। দেখবেন ফোনের গ্যালারি অ্যাপ, গুগল ফটো লাইব্রেরি এবং সর্বোপরি যে অ্যালবামে তা ছিল, সেখানেই ছবি বা ভিডিয়ো মুভ করে যাবে।
৬) আপনার কম্পিউটারে photos.google.com চলে যান।
৭) এবার ট্র্যাশ ফোল্ডারে ক্লিক করুন, যা উইন্ডোর ঠিক বাঁ দিকেই দেখত পাবেন।
৮) এবার যে ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে চান, সেখানেই কারসর রাখুন এবং তার পরে সিলেক্ট অপশনে ক্লিক করুন।
৯) উপরের ডান দিকে রিস্টোর অপশনে ক্লিক করুন। এবার সেই ডিলিট হওয়া ছবি বা ভিডিয়ো আপনার গুগল ফটো অ্যাকাউন্টে রিস্টোর হয়ে যাবে এবং আগে যে অ্যালবামে ছবিটি ছিল ঠিক সেখানেই পৌঁছে যাবে।