Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
নারদ মামলা, আদালতে রাজ্যের হলফনামা পেশ
পীযূষ কান্তি নাগ Published By:  • | Edited By: শৌভিক পাণ্ডা
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১, ০৮:০৩:৫১ পিএম
  • / ৩১৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শৌভিক পাণ্ডা

‘আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিল, সিবিআই ‘অসত্য’ বলছে’, নারদ- মামলায় আদালতে জানাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নারদ-মামলায় গত ১৭ মে সিবিআই চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পরই কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং সেকারনেই সিবিআই গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে আদালতে নিয়ে যেতে পারেনি৷ বাধ্য হয় ভারচুয়াল শুনানিতে৷
আদালতে হলফনামার মাধ্যমে সিবিআইয়ের আনা এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিলো রাজ্য সরকার৷ সিবিআইয়ের আনা এ সংক্রান্ত প্রতিটি অভিযোগকে ‘অসত্য’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ চিহ্নিত করে হাইকোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব নির্মাল্য ঘোষালের পেশ করা ৪২ পাতার হলফনামায় সিবিআইয়ের আনা প্রতিটি অভিযোগ যুক্তি দিয়ে খণ্ডন করা হয়েছে৷ হলফনামার সঙ্গেই সংযুক্ত করা হয়েছে একাধিক তথ্য প্রমাণ, যাতে স্পষ্ট হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত ১৭ মে শহরে আইনশৃঙ্খলা না থাকা, সিবিআইকে কলকাতা পুলিশের সাহায্য না করার প্রতিটি অভিযোগ অসত্য৷
সোমবার রাজ্যের এই হলফনামা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে দাখিল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, এই হলফনামা নিয়ে রাজ্যের বক্তব্য পরে শোনা হবে৷
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিবের এই হলফনামায় গত ১৭ মে চার নেতা-মন্ত্রীকে সিবিআই গ্রেফতার করার পর নিজাম প্যালেস এবং বিচার ভবনের পরিস্থিতি ঠিক কেমন ছিলো, তা তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সিবিআই অসত্য কথা বলেছে আদালতে৷
কী বলা হয়েছে হলফনামায় ?
নিজাম প্যালেস, (এখানেই সিবিআইয়ের দফতর এবং চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে এখানেই আনা হয়েছিলো)
১) সিবিআই হলফনামায় অভিযোগ করলেও নিজাম প্যালেসের সামনের রাস্তায় কোনও অবরোধ ছিল না৷ এজেসি বসু রোডের গেটের কাছে কিছু লোক নেতা-মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদ করছিলেন শুধুই স্লোগান দিয়ে৷
২) নিজাম প্যালেসের আর একটি গেট আছে ওসি গাঙ্গুলি সরনিতে৷ সেই গেট একদমই ফাঁকা ছিল৷
৩) এজেসি বসু রোডের গেটের কাছেই ছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ অফিসার৷ ছিলেন ভবানীপুর, শেকসপিয়ার সরণি এবং কালীঘাট থানার ওসি-রা৷ তাঁরাই ভিড় নিয়ন্ত্রণ করছিলেন৷
৪) নিজাম প্যালেস কম্পাউণ্ডের ভিতরে ছিলেন আধা-সামরিক বাহিনীর জওয়ানরা৷
৫) কলকাতা পুলিশের পদস্থ কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন সিবিআই অফিসারদের সঙ্গে৷
৬) সিবিআইয়ের তরফে গ্রেফতার হওয়া চারজনকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যেতে একবারও কলকাতা পুলিশকে বলা হয়নি, সাহায্যও চাওয়া হয়নি৷
৭) নিজাম প্যালেসের বাইরের রাস্তায় যারা স্লোগান দিচ্ছিলেন, তাদের দিকে লাঠি হাতে এক সময় তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী৷ এর পরেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ কলকাতা পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দ্রুত৷
৮) সিবিআই হলফনামায় অভিযোগ করলেও বাস্তব এটাই, ওইদিন নিজাম প্যালেসে ঢোকা বা বেরোনোর রাস্তা একবারের জন্যও বন্ধ হয়নি৷ ওখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিন ঘন্টায় মোট ১২৯টি গাড়ি নিজাম প্যালেসে ঢুকেছে এবং বেরিয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক না থাকলে এটা সম্ভব হতো না৷
৯) সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসের ১৪ এবং ১৫ তলায়৷ ওখানে একজন বহিরাগতও যেতে পারেনি৷
১০) নিজাম প্যালেসের ভিতরে বা বাইরে কোনও ধরনা-বিক্ষোভ হয়নি৷ সিবিআই আদালতে বার বার ধরনা-বিক্ষোভের কথা বলেছে৷ এ সংক্রান্ত ভিডিও ফুটেজ সিবিআই আদালতে পেশ করুক৷
১১) সিবিআই আধিকারিকরা যাতে সময়ের মধ্যেই বিবাদি বাগ এলাকার আদালতে পৌঁছাতে পারে, সেজন্য ডিসি-সাউথ এবং ডিসি-ট্রাফিকের নির্দেশে যাতায়াতের পথটি ‘গ্রিন করিডোর’ করে দেওয়া হয়৷ ঠিক সময়ে সিবিআই, বাধাহীনভাবে আদালতে পৌঁছে যায়৷ সঙ্গে ছিল কলকাতা পুলিশের এসকর্ট টিম৷
১২) গভীর রাতে সিবিআই অভিযুক্তদের নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশের সাহায্য চায়৷ পুলিশ দ্রুততার সঙ্গে সেই ব্যবস্থা করে দেয়৷
১৩) সহযোগিতা না পাওয়া বা বাইরের লোকজনের বাধাদান নিয়ে সিবিআই এখনও পর্যন্ত কলকাতা পুলিশের কাছে কোনও অভিযোগ বা এফআইআর দায়ের করেনি, কোনও ভিডিও ফুটেজ দেখাতে পারেনি৷ অভিযোগ তোলা ছাড়া সিবিআই এখনও পর্যন্ত এ অসহযোগিতা বা আইনশৃঙ্খলা না থাকার কোনও প্রমাণ পেশ করতে পারেনি৷
১৪) কলকাতা পুলিস ওইদিন নিজাম প্যালেসের বাইরের রাস্তায় থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে অভিযোগ লিপিবদ্ধ করেছে৷
বিচার ভবন (ব্যাঙ্কশাল কোর্টের বিচার ভবনেই সিবিআইয়ের বিশেষ আদালত, এখানেই ১৭ মে চার অভিযুক্তের মামলার ভারচুয়াল শুনানি হয়)
১) বিচার ভবন চত্বরে মিডিয়ার লোকজন ছাড়া একজন বাড়তি লোকও ছিল না৷
২) সিবিআই এখনও পর্যন্ত বিচার ভবনের সামনে বা চত্বরে জমায়েতের কোনও ফুটেজ দেখাতে পারেনি৷ থাকলে, তা প্রকাশ করা হোক৷ অথচ সিবিআই আদালতে বলেছে, ওখানে সেই সময় হাজারখানেক দুষ্কৃতীর ভিড় ছিল৷
৩) গত ১৭ মে বিচার ভবনে থাকা সব ক’টি কোর্টে স্বাভাবিক কাজকর্ম. চললেও সিবিআই নিজেদের সিদ্ধান্তে চার নেতা-মন্ত্রীর শুনানি ভারচুয়ালি করে৷
৪) কোনও মন্ত্রী সেদিন এজলাসে প্রবেশ করেননি৷ সিবিআই এ বিষয়ে অসত্য বক্তব্য পেশ করছে৷
৫) নিজাম প্যালেসে মাননীয় মুখ্যমন্ত্রী লোকজন নিয়ে ঢুকেছিলেন বলে যে অভিযোগ সিবিআইয়ের হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ সিবিআই এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷
৬) বিচার ভবনে মাননীয় আইনমন্ত্রী লোকজন নিয়ে ঢুকেছিলেন বলে যে অভিযোগ সিবিআইয়ের হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ সিবিআই এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷
৭) আদালতে পাবলিক প্রসিকিউটর ঢুকতে বাধা পেয়েছে বলে যে অভিযোগ সিবিআইয়ের হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ সিবিআই এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, প্রস্তুতি চূড়ান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
রাম-সীতার বেশে ভাইরাল রণবীর-সাই, দেখুন
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
হাসনাবাদের বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
ময়নার প্রাক্তন ওসিকে তুলোধনা অভিজিতের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
জল কষ্টে শুকিয়ে যাচ্ছে জঙ্গলমহলের হাসি!
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফাতে কমল ভোটের হার! দেখুন রিপোর্ট
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারে কেন্দ্রকে নিশানা মমতার
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সিপিএম কেরলে ভোট লুঠ করেছে, ভোট মিটতেই অভিযোগ কংগ্রেসের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য!
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি প্রার্থী সুভাষের ছেলের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ চিকিৎসায় গাফিলতি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
কপ্টারে বসতে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকে জেরা ইডির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যৎ-এর ‘আত্মারাম’
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team