দুর্গাপুর: বর্ষা সবেমাত্র শুরু হয়েছে। আর তাতেই খারাপ খবর শহর দুর্গাপুরের জন্য। ইতিমধ্যে শহরের ১৪ জনের শরীরে ডেঙ্গির (Dengue) জীবাণুর হদিশ মিলেছে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Durgapur Municipal Corporation) ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকার এই ঘটনার চিন্তা বাড়িয়েছে শহরের। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই পুরসভার তরফে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সার্ভে করার কাজ। কোথাও জল জমে রয়েছে, কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। আগামী পাঁচ দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। যাতে করে যে সমস্ত জায়গায় ডেঙ্গির মশার লার্ভা জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলিকে নষ্ট করা যায়। পাশাপাশি যাদের এই সময় জ্বর হচ্ছে, তাদেরকে সাবধানে থাকতে বলা হচ্ছে। বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে সঠিক সময় ডেঙ্গি চিহ্নিত করা যায়। জানা গিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন অর্থাৎ সেই ১৪ জন আপাতত অনেকটাই সুস্থ। তবে তাদের সারাক্ষণ মশারির ভেতরে থাকতে বলা হয়েছে। যাতে ডেঙ্গির জীবাণু আর ছড়াতে না পারে। স্টেট আরবান ডেভেলপমেন্টের পতঙ্গবিদ বিশ্বরূপ মিত্র ছিলেন এই সার্ভেতে।
আরও পড়ুন:Manipur Violence | বিধানসভার বাদল অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল
অন্যদিকে, শহরে একসঙ্গে ১৪ জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়িয়েছে মানুষ এবং প্রশাসনের। এদিকে এই বিষয়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, ‘ডেঙ্গির খবর পাওয়ার পর থেকেই দুর্গাপুর পুরসভা অত্যন্ত তৎপর হয়েছে। স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি অত্যন্ত বিচলিত। তাঁদের প্রতিনিধি এসেছেন। বিভিন্ন নর্দমা থেকে শুরু করে অন্যান্য অপরিষ্কার জায়গাগুলিকে পরিষ্কার করানো হচ্ছে। পুরসভার প্রাক্তন কাউন্সিলর থেকে আশা কর্মী, সাফাই কর্মীরা সকলে ডেঙ্গি মোকাবিলায় মাঠে নেমেছেন। যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের একটি কার্ড দেওয়া হয়েছে। আগামী ৮ দিন তাদের শারীরিক অগ্রগতি, অবনতির রিপোর্ট সেখানে দেওয়া থাকবে। তবে সাধারণ মানুষকে সাবধান থাকা এবং ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি।