কলকাতা: অধিবেশন নিয়ে অবশেষে কাটল জট, মিলল রাজ্যপালের অনুমোদন। বিধানসভার বাদল অধিবেশনের (West Bengal Assembly) জন্য সম্মতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। পরিষদীয় দফতর সূত্রে খবর, ২৪ জুলাই, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। শুক্রবারই বিমান বন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee) ও শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) মধ্যে কথা হয়েছে অধিবেশন নিয়ে। শুক্রবার বিকেলে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ফোনালাপে সোমবার থেকে অধিবেশন শুরু করা নিয়ে সম্মত হন দুপক্ষই। শনিবার থেকেই সোমবারের বাদল অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ওই দিনই রাজ্যের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে মন্ত্রিসভার বৈঠক নবান্নে হবে।
জানা যাচ্ছে, শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চেই বিমান বন্দ্যোপাধ্য়ায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে কথা হয়েছে অধিবেশন নিয়ে। শোভনদেবকে স্পিকার জানান, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁর কথা হয়েছে। রাজ্যপাল তাঁকে জানান, এক্ষেত্রে কোথাও কোনও ভুল বোঝাবুঝির বিষয় নেই। রাজ্যপাল শুধু জানতে চাইছেন, কেন এত তাড়াহুড়ো করছে রাজ্য সরকার? পরিষদীয় মন্ত্রী তখন রাজ্যপালকে জানান, বিধানসভা অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে। সেই কারণেই অধিবেশন তাড়াতাড়ি শুরু করতে চাইছে রাজ্য সরকার। পরিষদীয় মন্ত্রীর থেকে কথা শোনার পর রাজ্যপাল অধিবেশনের জন্য সমনে সই করে দিয়েছেন বলে সূত্রের খবর।
শনিবারেই বিধানসভায় বাদল অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন স্পিকার বলেন, আগামী সোমবার ২৪ জুলাই শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। সোমবার সকাল সর্বদলীয় বৈঠক রয়েছে জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রবিবার ছুটির দিন হলেও বিধানসভার সচিবালয় খোলা থাকবে। জেলা প্রশাসন এর মাধ্যমে বিধায়কদের জানানো হবে। রাজ্যপাল বাইরে ছিলেন তাই অধিবেশনে ডাকতে দেরি হয়েছে। বিরোধী দলের কাছে আবেদন অধিবেশন অংশ গ্রহণ করুন। তিনি বলেন, বিরোধী দল অধিবেশন ওয়াক আউট করলেও রাজ্যপাল তার কাজ করবেন বিধানসভা বিধানসভার কাজ করবে। সংঘাত এর কোনো জায়গা নেই। সোমবার দুপুর ২ টোয় অধিবেশন শুরু হবে।
আরও পড়ুন: Manipur Incident | মণিপুরে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভ, ফের নামল সেনা
সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ধরে নিয়ে গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভায় বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কিন্তু রাজভবন থেকে অধিবেশন শুরুর অনুমোদন না দেওয়ায়, ফের বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভার বদলে মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। রাজ্যপাল সোমবার থেকে অধিবেশন শুরুর বিষয়ে সম্মতি দিলে,মন্ত্রিসভার বৈঠক কোথায় হয় সেটা দেখার।