জলপাইগুড়ি: জাতীয় সড়কের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল।আর সেই হাতিদের দেখতে পথচলতি মানুষদের ভিড় উপচে পড়ল। যদিও পরে হাতিগুলি চাপরামারি জঙ্গলে ঢুকে যায়।শুক্রবার বিকেলে চালসায় হাতি দেখতে বহু মানুষের ভিড় চোখে পড়ার মতো। ছিল বহু পর্যটকও। তারাও মেঘ না চাইতে বৃষ্টির মতো গজরাজ দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি। এদিন বিকেলে কয়েকটি হাতি চালসা নাগড়াকাটামুখি ৩১ নম্বর জাতীয় সড়কের মূর্তি রেইল সেতু লাগোয়া এলাকায় একটি ঝোপের মধ্যে দাঁড়িয়ে ছিল। সড়কের মূর্তি সেতু থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল হাতি গুলোকে। দীর্ঘক্ষণ ওই ঝোপের আশ্রয় নিয়ে থাকে।
হাতির খবর চাউর হতেই বিকেলে ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়। হাতিরপালকে দেখতে অনেকেই ক্যামেরাবন্দী করে।খবর পেয়ে আসে চালসা রেঞ্জের বনকর্মীরা। যে এলাকায় হাতিগুলি দাঁড়িয়ে ছিল তার ঢিল ছোড়া দুরত্বেই রয়েছে চাপরামারী ও পানঝোরা জঙ্গল। ওই জঙ্গল থেকেই হাতি গুলো এলাকায় আসতে পারে বলে অনেকের ধারনা। পরে ওই সেতু দিয়ে চাপরামারি জঙ্গলে চলে যায়।