হাওড়া: মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাট (Mongolahat)। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু কাপড়ের দোকান। শুক্রবার একুশের জুলাইয়ের শহীদ সমাবেশ সেরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ঘটনাস্থলে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তৃণমূল নেত্রী। কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গেও। এই ঘটনাস্থল পরিদর্শনের পর অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক কাপড়ের দোকান। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন থড়িয়ে পড়ে একের পর এক দোকানে। দমকলের ১৮টি ইঞ্জিন প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই আগুনে গোটা এলাকা এবং পুড়ে ছাই হয়ে যায় বাজারের প্রায় সব দোকানপাঠ। হাহাকার শুরু করে দেন ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলতে শুরু করেছেন সেখানকার ব্যবসায়ীদের একাংশ। তাঁদের দাবি, পরিকল্পনা করে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। লক্ষ্য ছিল, মঙ্গলাহাট থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করা।
এদিন সমাবেশ শেষ করেই ওই এলাকার পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী জানান, সিআইডি এই ঘটনার তদন্ত করবে। দমকলও রিপোর্ট জমা দেবে। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, এফআইআর দায়ের করে পুলিশ ব্যবস্থাও নিতে বলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে মঙ্গলহাটের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ব্যবসায়ীদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী বলেছিলেন, কোনও রকম অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে বার করবে। দোষীদের গ্রেফতার করা হবে।