কলকাতা: আগামী বছর লোকসভা ভোটে বিজেপিকে হারানোই যে একমাত্র লক্ষ্য, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তা পরিষ্কার করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারানোর জন্যই বিরোধীরা ইন্ডিয়া নামে জোট তৈরি করেছে বলেও দাবি করেন তিনি। মমতা জানিয়ে দেন, এখন থেকে বিজেপি বিরোধী সমস্ত আন্দোলন ইন্ডিয়ার ব্যানারেই হবে। তৃণমূল নেত্রী বলেন, আমরা ইন্ডিয়া নামে জোট করতে পেরেছি। তাই আমি খুব খুশি। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল নেত্রী এদিন একজন জাতীয় নেত্রীর ভূমিকাই পালন করেন।
বরাবর ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দলকে নানা ধরনের বার্তা দিয়ে থাকেন। দল কেমন করে চলবে, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও তিনি অনেক কথা বলেন ওই মঞ্চ থেকে। কিন্তু শুক্রবার ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে তাঁর মুখে তৃণমূল নিয়ে একটি শব্দও শোনা যায়নি। ভাষণের শেষ লগ্নে নেত্রী শুধু বলেন, আগামী দিনে দলের কর্মসূচি আমি পরে জানিয়ে দেব।
আরও পড়ুন: 21 July | Mamata Banerjee | দেখবেন, কাল থেকেই ইডি-সিবিআই তৎপর হবে, কটাক্ষ মমতার
এদিন প্রায় ৪০ মিনিটের ভাষণে মমতা আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ছিলেন। তিনি বলেন, আমি চেয়ার চাই না, শুধু দেশ থেকে বিজেপির বিদায় চাই। বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। আগামী লোকসভা ভোটে বিজেপি জিতলে দেশে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। তাই বিজেপিকে হারাতেই হবে। তাঁর মুখে বারবার বিরোধীদের নয়া মঞ্চ ইন্ডিয়ার কথা শোনা যায়। তৃণমূল নেত্রীর দাবি, লোকসভা ভোটে ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে, মোদি হারবেন। এমনকী জয় বাংলা ধাঁচে তিনি জয় ইন্ডিয়া বলেও স্লোগান দেন। তাঁর প্রত্যয়ী ঘোষণা, দেশের যা পরিস্থিতি, তাতে আগামী বছর বিজেপির পরাজয় শুধু সময়ের পরীক্ষা। সময়েরস দাবি মেনেই বিরোধীরা ইন্ডিয়া গঠন করেছে। ২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে।
এতদিন ২১ জুলাইয়ের মঞ্চ কিংবা তৃণমূলের অন্য কোনও সভায় তৃণমূল নেত্রী সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে এক বন্ধনীতে রেখে তাদের সমালোচনা করেন। কিন্তু বিরোধীদের বেঙ্গালুরু বৈঠকে নয়া মঞ্চ ইন্ডিয়া গঠন হওয়ার পর থেকে মমতার মুখে আর সিপিএম, কংগ্রেসের সমালোচনা শোনা যাচ্ছে না। একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই তিনি ভাষণ দেন। সেখানে দেশের দুরবস্থার জন্য মমতা বিজেপিকেই দায়ী করেন। মমতা বলেন, মণিপুর জ্বলছে, সেখানে মহিলাদের উপর নির্যাতন চলছে। তা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনও কথা নেই। দেশে বেকারি বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামছাড়া। সে সব দিকে কেন্দ্রের কোনও খেয়াল নেই। আর সুযোগ পেলেই কেবল বাংলার বদনাম।
মমতা বলেন, এবার বিজেপিকে হারাতেই হবে। তার জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। তার সূচনা শুরু হয়েছে। আমরা ২৬টি দল মিলে ইন্ডিয়া গড়েছি। সব দলকে আমি ধন্যবাদ জানাই। তিনি জানান, ইন্ডিয়ার তরফ থেকে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি দল মণিপুরে যেতে পারে। তা নিয়ে কথা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর কথা হয়েছে। মমতা জানান, দরকার হলে তিনিও যেতে পারেন মণিপুরে। মুখ্যমন্ত্রী বলেন, আমি আগে মণিপুরে যেতে চেয়ে চিঠি দিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। চিঠির জবাব এসেছে অনেক পরে।