কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো গাড়িতে অপেক্ষা করছিল ওই ব্যক্তি। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার থেকে সদুত্তর না পাওয়া গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ভোজালি, মাদক সহ বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম নূর আমিন।
পুলিশ আরও জানায়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো কালো গাড়িতে তিনি অপেক্ষা করছিল। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ব্যক্তি ভুয়ো পুলিশের পরিচয়পত্র দেখায়। সন্দেহ হলে তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তির বাড়ি মেদিনীপুরে। এর আগেও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটকে করে পুলিশ। এদিন ফের ২১ জুলাইয়ের আগে এমন ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: 21 July | সরাসরি ২১ জুলাই সমাবেশ, দেখুন LIVE আপডেট
পরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, এমন একটা দিনে এই ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ওই ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। তার কাছ থেকে একাধিক এজেন্সির আইকার্ড পাওয়া গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিএসএফের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে।পুলিশ সূত্রে খবর, পুলিশ লেখা ওই গাড়িটি শেখ নূর আমিন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রার করা।