কলকাতা: শুক্রবার শহীদ দিবস (Shahid Dibas) পালন করছে তৃণমূল কংগ্রেস (TMC)। ১৩ জন শহীদের প্রতি সম্মান জানানোর এই বার্ষিক কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন শহর কলকাতায় (Kolkata)। লক্ষ লক্ষ মানুষের গন্তব্য এদিন ধর্মতলা। শহীদ দিবসের মঞ্চে দলীয় নেতৃত্বের উপস্থিত হতে আরও কিছুক্ষণ, তবে সকাল সকাল এই উপলক্ষে টুইট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। শহীদদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
সকাল ১০টা নাগাদ নিজের টুইটার হ্যান্ডলে অভিষেক লেখেন, “শহীদ দিবস এক হার না মানার দিন। অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে নিজেদের জীবন উৎসর্গ করা ১৩ জন বীর শহীদকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলা। আমি অনুপ্রাণিত, ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য আমি কাজ করে যাব।”
আরও পড়ুন: Weather News | রোদ-বৃষ্টি, ভ্যাপসা গরমে কাটবে ২১ জুলাই
#ShahidDibas, a day of resilience, evokes countless emotions in our hearts!
Today, Bengal pays homage to the 13 gallant martyrs who sacrificed their lives while fighting tyrannical forces and upholding democratic ethos.
Inspired, I shall keep working towards a just society.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2023
এদিকে দলের অফিসিয়াল টুইটার পেজ থেকে লেখা হয়, ৩০ বছর আগে গণতন্ত্রের অধিকার তুলে ধরতে গিয়ে ১২ জন সাহসী শহীদ প্রাণ হারান। তাঁদের অদম্য স্পৃহা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দিয়ে চলেছে। আজ শহীদ দিবসে তাঁদের সাহসী বলিদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
30 years ago, 13 brave martyrs lost their lives while protesting to uphold democratic rights.
Their indomitable spirit, courage, and struggles continue to inspire us.
Today, on #ShahidDibas, we pay tribute to their valiant sacrifice! pic.twitter.com/2isHj2bgJ3
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2023
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) বিপুল সাফল্যের পর পরই এই শহীদ দিবসের তাৎপর্য আলাদা। আজ মঞ্চে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কী বলেন সেদিকে তাকিয়ে দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই ভিন জেলা থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন। শহরের বিভিন্ন জায়গায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। শহীদ দিবসের মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের কী বার্তা দেন জননেত্রী তার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশও।
বেঙ্গালুরুর মাটিতে বিজেপি বিরোধী জোট প্রতিষ্ঠার পর এদিন মমতার ভাষণে নরেন্দ্র মোদি (Narendra Modi) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক আসতে পারে। বিরোধী শাসিত রাজ্যগুলির উপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের মুখ স্তব্ধ করার চেষ্টা ইত্যাদি বিষয় নিয়ে সরকারকে তুলোধনা করতে পারেন মমতা। এছাড়াও মণিপুর প্রসঙ্গ নিয়ে মোদিকে গিলোটিনে চাপাতে পারেন মুখ্যমন্ত্রী।