কলকাতা: রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর হাজারো ব্যস্ততায় দিন কাটে। তবে এটা কি জানেন যে, তিনি একজন অভিনেতাও? মঞ্চের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। তিনি রাজনীতির পাশাপাশি অভিনয়ও করেন। এবার ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করতে চলেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmick)। আবার প্রলয়’ সিরিজের ট্রেলারে পার্থ ভৌমিকের অভিনয়ের বেশ কিছু ঝলক দেখা গিয়েছে। সিরিজে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’-এর সিকুয়েল যে ওটিটি-র পর্দায় আসছে তা এতদিনে সকলেই জেনে গেছেন। জি ফাইভের পর্দায় আসছে ‘আবার প্রলয়’। সম্প্রতি প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার। ট্রেলারেই বাজিমাত হয়েছে বলে মনে করা হচ্ছে।রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘প্রলয়’। এক দশক পর আরও বড় তাণ্ডব নিয়ে ফিরলেন পরিচালক, এবার মাধ্যম বদলেছে। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে ‘আবার প্রলয়’। বুধবার প্রকাশ্যে এল ট্রেলার।
রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘প্রলয়’। প্রায় এক দশক পরে ‘আবার প্রলয়’ নিয়ে ওটিটির পর্দায় ডেবিউ করতে চলেছেন রাজ চক্রবর্তী। আর ট্রলারের ঝলকে রীতিমতো বলিউড অ্যাকশন হিরো’র ভূমিকায় ধরা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। অ্যাকশন, আর তীব্র সংলাপে মুগ্ধ দর্শকরা। বোঝাই যাচ্ছে, এই সিরিজ নিয়ে আগ্রহ প্রকাশ পাচ্ছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুন: Abhishek Banerjee | HC | সোমবার পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ আদালতের
এই সিরিজে শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, দেবাশীষ মন্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষকে। এদিন ট্রেলারে অচেনা অবতারে দেখা মিলেছে এই তারকাদেরও। সুন্দরবনের নারীপাচার চক্রের প্লটে গল্প বলবে এই সিরিজ। প্রেমের ফাঁদে মেয়েদের ফাঁসিয়ে কীভাবে অচিরেই পাচার করা হচ্ছে তার হাড়হিম করা ঝলক ধরা পড়েছে ট্রেলারে। প্রসঙ্গত, সিরিজে বিশেষ ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।