কলকাতা: সুজয় কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Vadra) গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তবে সেটা প্রমান হিসেবে ব্যবহার করা যাবে কি না সেটা নির্ভর করছে আদালতের (Calcutta High Court) পরবর্তী নির্দেশের উপর। গত ১৪ জুলাই নিম্ন আদালতে তাঁর গলার স্বরের নমুনা সংগ্রহব করার নির্দেশ দেওয়া হয়. সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই মামলারই শুনানি ছিল আজ।
নিয়োগ সংক্রন্ত বিষয় নিয়ে ইডি কর্তার হাতে একটি হোয়াটস্যাপ মেসেজ আসে। সেটিকেই খতিয়ে দেখতে আদালতে আবেদন জানিয়েছিল ইডি কর্তারা। বৃহস্পতিবার এজলাসে কাকুর আইনজীবী আবেদন করেন, ইডির ওই আবেদনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হোক। তাঁর পর্যবেক্ষণ এই অবস্থায় অনুমতি দেওয়া হয় তাহলে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে!
আরও পড়ুন: Calcutta High Court | Nandigram | নতুন মামলার আশঙ্কায় হাইকোর্টে নন্দীগ্রামের বিজেপির জয়ী প্রার্থীরা
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর হার্ট অপারেশন করে মঙ্গলবার স্টেন্ট বসানো হয়েছে। সুজয়ের দু’টি হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছিল। একটাই স্টেন্ট বসেছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর।
প্যারোলের মেয়াদ শেষে জেলে যাওয়ার পরই সোমবার অসুস্থ হয়ে পড়লেন নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। জেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এদিন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তিনি বুকে ব্যথা হওয়ার কথা জানান। সঙ্গে সঙ্গে কার্ডিওলজি বিভাগের ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয় সুজয়কে। ইসিজি করা হয়। সেখান থেকে তা৬কে রেফার করা হয় মেডিসিন বিভাগে। সেই বিভাগের আরএমও ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন।