কলকাতা: নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা নতুন মামলায় জড়িয়ে যাওয়ার ভয়ে হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের স্পষ্ট বক্তব্য, কেন আগাম জামিন চাইছেন না? আমি কোনও ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ দেব না। ওটা সম্ভব নয়। ভোট শেষ হয়ে গিয়েছে। এখন আর কোনও ভোটের কারণ দেখানো যাবে না।
গতকালই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, যাঁকে আজকে রক্ষাকবচ দেওয়া হয়েছে, তিনি যদি ১০ বছর পর কোনও অপরাধ করেন, তখনও কি সেই রক্ষাকবচের নির্দেশিকা বহাল থাকবে। বিচারপতি মুখোপাধ্য়ায়ের আরও প্রশ্ন, ওই নির্দেশিকা অন্তঃসারশূন্য হয়, তবে সেই নির্দেশ বাতিল হবে না কেন। আইনজ্ঞ মহল মনে করছে, এর জেরে শুভেন্দু অধিকারীর পক্ষে বিচারপতি রাজাশেখর মান্থার রক্ষাকবচের নির্দেশ প্রশ্নের মুখে পড়তে পারে। সেখানে বিচারপতি সেনগুপ্তের এদিনের ব্লঙ্কেট রক্ষাকবচ না দেওয়ার মতো মতামত এই আবহে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে আইনজীবীদের একাংশের ধারণা।
আরও পড়ুন: Jalpaiguri | আকাশ ঝলমলে হতেই দুর্গা প্রতিমায় মাটির প্রলেপ দিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
এই প্রার্থী ও তাঁদের এজেন্টদের এর আগে বিচারপতি মান্থা ১৬ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়েছিলেন। এদিন আদালতের নির্দেশ, মামলাগুলোর কেস ডায়রি আদালতে হাজির করতে হবে। হলফনামা দিয়ে রাজ্যকে তাঁর বক্তব্য জানাতে হবে। ১৬ অগাস্ট পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।