বসিরহাট: পূর্ব পরিচিত যুবকের হাতে খুন কুখ্যাত দুষ্কৃতী। উত্তর ২৪ পরগনা বসিরহাট (North 24 Parganas Basirhat) মহাকুমার বসিরহাটে থানার সাকচুড়া বাগুন্দি গ্রাম পঞ্চায়েতের বাঁশ ঝারি গ্রামের ঘটনা। বছর ৩৭ এর জিয়ারুল গাজী বৃহস্পতিবার ভোররাতে তার কাছের সঙ্গী হাকিম বলে তার শ্বশুর বাড়িতে যায় তারপর একসঙ্গে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলেন। হঠাৎই কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটো গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় পুলিশ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের বক্তব্য নিহত যুবক এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। মৃতের শাশুড়ি সালমা বিবি ও পরিবারের দাবি দীর্ঘদিনের এলাকায় দখল নিয়ে জিয়ারুল গাজীর সঙ্গে হাকিমের গন্ডগোল চলছিল। তার জেরেই খুন বলে খবর। মৃত জিয়ারুল গাজীর বিরুদ্ধে জেলা ও রাজ্যের বিভিন্ন থানায় একাধিক খুন ছিনতাই ডাকাতি রাহাজানি অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।
আরও পড়ুন: Caning Incident | স্ত্রীকে গুলি করে খুন ক্যানিংয়ে, গ্রেফতার স্বামী
প্রসঙ্গত কয়েকদিন আগেই বসিরহাটে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শম্ভুনাথ গাইন নামে এক দুষ্কৃতী খুন হয়। দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের গুলিতে একজন গ্রামবাসীও আহত হন। নাম ভব ক্রিস্টো। আহত ওই ব্যক্তিকে প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।ঘটনাটি ঘটে বসিরহাট স্টেশন সংলগ্ন রাজীব কলোনি এলাকায়।