আসানসোল: রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল আসানসোল (Asansol) পুরনিগমের রোহিনারডিহি সুস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রের ন্যাশনাল হেলথ মিশন (National Health Mission) রাজ্যের পাঁচ জেলায় আরবান স্বাস্থ্যকেন্দ্রগুলির উপর এক সমীক্ষা চালায়। এই কেন্দ্রগুলির পরিকাঠামো কেমন, প্রতিদিন কত রোগীর চিকিৎসা হয়, চিকিৎসকরা কখন আসেন কখন যান, রোগীদের অন্য হাসাপাতালে রেফার করা হয় কি না, এসব বিভিন্ন বিষয়ে সমীক্ষা করা হয়। রোহিনারডিহি স্বস্বাস্থ্য কেন্দ্রেও দুদিন ধরে ওই সমীক্ষা চালানো হয়।
পাঁচ জেলার আরবান স্বাস্থ্যকেন্দ্রগুলির মধ্যে ৮১ শতাংশ নম্বর পেয়ে সেরার শিরোপা পেয়েছে রোহিনারডিহি সুস্বাস্থ্য কেন্দ্র। এই খবর আসতেই ওই কেন্দ্রের সর্বস্তরের কর্মীদের মধ্যে খুশি ছড়িয়ে পড়ে। আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) দিব্যেন্দু ভগৎ বলেন, আমরা গর্বিত সেরার শিরোপা পাওয়ায়। এই সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো খুবই ভালো। এই শিরোপা আমাদের স্বাস্থ্য কর্মীদের আগামী দিনে আরও অনুপ্রেরণা জোগাবে।