কলকাতা: চাঁদের পর এবার সূর্য (Sun Mission)। সম্প্রতি ‘চন্দ্রযান ৩'(Chandrayaan-3)-এর সফল উৎক্ষেপণ হয়েছে। কিছুদিনের মধ্যেই চাঁদের মাটিতে পৌঁছে যাবে মহাকাশযান। এবার সূর্য মিশনের প্রস্তুতি শুরু করে দিল ইসরো (ISRO)। জানা যাচ্ছে, ২০২৩ সালের ২৬ অগাস্ট ইসরো সৌর মিশন ‘আদিত্য এল ১’ লঞ্চ করতে পারে। এই মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই মিশনে ভারতের অন্যতম হাতিয়ার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)।
ইসরোর তরফ থেকে বলা হয়েছে, এই মিশনের উদ্দেশ্য সৌরজগৎ নিয়ে অনুসন্ধান চালানো এবং এই মহাকাশযানটিকে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ান দূরে পাঠানো। এল ১ কক্ষপথে তা অবস্থান করানো সৌরমিশনের লক্ষ্য। এল ১ পয়েন্ট থেকে সূর্যের উপর ‘নজরদারি’ করা অনেকটাই সহজ বলে মনে করা হচ্ছে। তাই এল ১ সৌর মিশনের জন্য অনেকটাই সুবিধাজনক স্থান হতে চলেছে। আদিত্য এল ১-এর নামকরণ করা হয়েছে সূর্যদেবতার নামে। সৌরমণ্ডল এবং পৃথিবীর পরিবেশের উপর সূর্যের ঠিক কী প্রভাব পড়ে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে আসতে পারে এই অভিযান সফল হলে।
আরও পড়ুন:Brijbhushan Sharan Singh | নির্ভয়ার আইনজীবী এখন যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের পক্ষে মামলা লড়ছেন
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ‘চন্দ্রযান ৩’। এই মিশন সফল হলে মহাকাশযানটি চাঁদের একাধিক ছবি পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে। ইসরো চেয়ারম্যান এস. সোমানাথ বলছেন, ২৩ অগস্ট ল্যান্ডারটি সন্ধে ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে। ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA) তরফে বলা হচ্ছে, চন্দ্রমিশনটি ইসরোর পরবর্তী আন্তঃগ্রহ মিশন আদিত্য এল ১-এর জন্য ট্র্যাকিং সাপোর্ট করবে। সেই কারণেই অগস্টের শেষ দিকেই এই মিশন উৎক্ষেপণের সেরা সময়। যদিও, ২০২০ সালেই এই মিশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়।