গুয়াহাটি: অসমে বন্যা পরিস্থিতি ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে। অসামের বন্যা পরিস্থিতি গত দুদিন ধরে বদলায়নি। বন্যার জেরে প্রায় ১ লাখ মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রবেশ করেছে। এবার জলের তলায় গিয়েছে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান। অসম এবং অরুণাচল প্রদেশের সীমান্তে, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলার এলাকাজুড়ে এই জাতীয় উদ্যান। ফলে ওই এলাকায় বসবাসকারীরা এখন আতঙ্কে রাত জাগছেন।
গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি এবং বিভিন্ন নদীর জলোচ্ছ্বাসে অসমের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। যার জেরে দুর্ভোগে পড়েছেন উত্তর-পূর্বের ওই রাজ্যের বাসিন্দারা।
আরও পড়ুন: Weather Report | আজ ও কাল বৃষ্টি কমলেও পরশু থেকে বাড়বে, তবে বজায় থাকবে অস্বস্তি
সূত্রের খবর, ৬৮টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গল ক্যাম্প জলের তলায় চলে গিয়েছে। তার মধ্যে ১৫টি ক্যাম্প রয়েছে কোহোরা রেঞ্জে, ন’টি বাগোরিতে এবং ছ’টি বুড়াপাহাড় রেঞ্জে। অরণ্যে বসবাসকারী পশুরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে অপেক্ষাকৃত উঁচু জায়গায়। অসমের প্রশাসন জানিয়েছে, সোমবার সেখানের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গোলাঘাট, শোণিতপুর সহ ১৭টি জেলার প্রায় ১ লাখ ১২ হাজার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে।