বাসন্তী: তৃণমূল কর্মী সামিম সরর্দারে খুনের ঘটনায় দোষীরা অধরা। এই অভিযোগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাস্তা অবরোধে গ্রামবাসীরা। তাদের অভিযোগ ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে গেলও এখনও পর্যন্ত পুলিশ কোনও অভিযুক্তকে গ্রেফতার বা আটক করতে পারেনি। গত শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী সামিম সরর্দা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti) থানার ভরতগড় পঞ্চায়েতের চার নম্বর গরান বোস এলাকায়। সেই ঘটনায় পুলিশ মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সেই অভিযোগ তুলে বাসন্তীর ভারত গড়ে চার নম্বর গরান বোস এলাকায় রাস্তা অবরোধ (Road Block) করে বিক্ষোভে সামিল হন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
পঞ্চায়েত ভোট শেষ হলেও হিংসা থামার নাম নেই। নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত হয়ে উঠছিল ভাঙড়, ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। গত শুক্রবার রাতেই ক্যানিংয়ের গাজিপাড়ায় নান্টু গাজি নামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের অভিযোগ ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে গেলও এখনও পর্যন্ত পুলিশ কোনও অভিযুক্তকে গ্রেফতার বা আটক করতে পারেনি এই ঘটনায় তারা পুলিশের উপর ক্ষোভ উগরে দেন। তারা চাইছেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে না হলে তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে সেই কারণেই এলাকার মানুষজন যথেষ্টই আতঙ্কে রয়েছেন।
আরও পড়ুন: SSSH | WMID | শালবনির হাসপাতালে নাবালিকাকে শ্লীলতাহানি! ঘটনায় গ্রেফতার চিকিৎসক
ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন ইতিমধ্যে অভিযুক্তদের তল্লাশি শুরু করা হয়েছে। তবে তারা এলাকায় না থাকায় তাদের গ্রেফতার বা আটক করা যায়নি। পুলিশের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান। তবে এলাকাবাসীদের নিরাপত্তা আশ্বাস দিয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক। তবে এলাকাবাসীরা জানিয়েছেন যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবে।