কলকাতা: গুচ্ছ গুচ্ছু রাজনৈতিক মামলা নিয়ে ফের বিরক্তি প্রকাশ আদালতের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এতো রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। সব মামলা আমি রিলিজ করে দেব। দলনেতার ২৭-২৮ টা মামলা। তার উপরে এইরকম আরো ১০ টা মামলা এখনই আছে! বিচারপতির আরও মন্তব্য শুধু রাজনৈতিক মামলাই শুনে যাবো নাকি!
এদিন এজলাসে বিচারপতি রাজ্যের তরফের আইনজীবীকে প্রশ্ন করেন, ভোটার আগে যখন কোর্ট এত এত রক্ষাকবচ দিচ্ছিল তখন রাজ্য ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায়নি কেন? তিনি বলেন, আবেদনকারী ওই ১০ জন অভিযুক্তের ভোটের আগেও যা স্ট্যাটাস ছিল ভোটার পরেই তাই। সেক্ষেত্রে তখন রক্ষা কবচ দেওয়ায় যদি রাজ্য সমর্থন করে, তাহলে এখন কিসের আপত্তি! শুনানি শেষে বিচারপতি সেনগুপ্ত রাজ্যকে দু’সপ্তাহের সময় দিয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: Calcutta High Court | বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে
সেইসঙ্গে আদালত তার নির্দেশে উল্লেখ করে, বিচারপতি মান্থা যখন ১৫ জুলাই পর্যন্ত সব অভিযুক্ত কে রক্ষা কবচ দেয়, তখন রাজ্য কোনও আপত্তি করেনি। এমন কি ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ চ্যালেঞ্জ করেনি।