নয়াদিল্লি: অশান্তি থামার লক্ষণ নেই মণিপুরে (Manipur Violence)। হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। ঘরছাড়া হাজার হাজার মানুষ। পৃথক রাজ্য ও পৃথক প্রশাসনের দাবি করেছে কুর্কি বিধায়করা। এই পরিস্থিতিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) নেতৃত্বে সমগ্র উত্তর-পূর্বের কংগ্রেস পার্টির নেতারা মণিপুরের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকের শুরুতে খাড়্গে মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিজেপির বিভাজন ও বিভেদের রাজনীতির সাক্ষী গোটা দেশবাসী। মণিপুরের পরিস্থিতি নিয়ে বসেন খাড়্গে। প্রত্যেকটা সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। বাক-স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির রাজত্ব সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন, সে রাজ্যের জনগণের প্রতি তাদের সমর্থন রযেছে। সমগ্র কংগ্রেস দল তাদের পাশে রয়েছে।
খাড়্গে বলেন মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের নিষ্ক্রিয়তা এবংনীরবতা ক্ষমার অযোগ্য এবং অপরাধমূলক। ভারত সরকার মণিপুরের জনগণের কাছে, বিশেষ করে এবং সমগ্র উত্তর-পূর্বের দায়িত্ব ছেড়ে দিয়েছে। কংগ্রেস পার্টি, বিশেষ করে সমস্ত উত্তর-পূর্ব প্রদেশ কংগ্রেস কমিটি মণিপুরের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কংগ্রেস দলের প্রতিটি নেতা-কর্মীর সবাইকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে।বৈচিত্র্যের মধ্যে ঐক্য কেবল আমাদের বৈশিষ্ট্য নয়, আমাদের অস্তিত্বের ভিত্তি। জনগণের কাছে পৌঁছান এবং উত্তর-পূর্বে আমাদের সহ-নাগরিকদের আওয়াজ জোরালোভাবে তুলে ধরুন। বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলবে।
আরও পড়ুন: মোহনবাগান রত্ন হচ্ছেন গৌতম সরকার, জীবনকৃতি সম্মান পাচ্ছেন শঙ্কর ব্যানার্জি
The ‘??? ????’ policy of Modi Govt has become the ‘??? ?????’ policy for our Northeastern States !
India, today is witnessing an onslaught of BJP’s vicious politics of division and discord.
▫️ Communities are being pitted against each other.
▫️ Freedom of… pic.twitter.com/rof7fzqxYi— Mallikarjun Kharge (@kharge) July 15, 2023
তিনি আরও বলেন, এখনও সময় আছে, রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বৈঠকে কংগ্রেসের তরফে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায় কংগ্রেস সভাপতি। কংগ্রেস পার্টির নেতৃত্বে বেশ কয়েকটি রাজনৈতিক দল এটি নিয়ে আলোচনার দাবি করেছে। এই বৈঠকে উপস্থিত কংগ্রেস পার্টির নেতারা রাহুল গান্ধীকে তাঁর সফরের জন্য এবং মণিপুরে প্রেম, সমবেদনা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।