বীরভূম: পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে এক সপ্তাহ আগে এখনও জেলায় জেলায় হিংসাাত্মক ঘটনার পাশাপাশি বোমাা উদ্ধার অব্যাহত। শনিবার বীরভূমের মারগ্রাম থানার তপন গ্রামে উদ্ধার হল ৯০টি তাজা বোমা। সেই বোমা নিষ্ক্রিয় করল বীরভূম জেলা পুলিশের বম্ব স্কোয়াড।
এদিন ভোররাতে পুলিশ ৯০টি তাজা বোমা উদ্ধার করে। এরমধ্যে বেশ কিছু অত্যাধুনিক সকেট বোমাও ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেলা পুলিশের বোমা নিষ্ক্রিয় প্রক্রিয়ার বিশেষ টিম বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় প্রক্রিয়া চলাকালীন বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা। রীতিমত চাঞ্চল্য শুরু হয় এলাকা জুড়ে। ভোট পরবর্তীতে রাজ্যের একাধিক এলাকা থেকে দফায় দফায় বোমা উদ্ধার হচ্ছে।
আরও পড়ুন: Nabanna | পঞ্চায়েত ভোটে হিংসায় সম্পত্তির ক্ষতি হয়েছে ২০৬ স্কুলে, রিপোর্ট এল নবান্নে
এদিকে এদিনই দুই জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে বেলডাঙায়। এদিন সকালে বেলডাঙার বেগুনবাড়ি পঞ্চায়েতের কাজিসাহ গ্রামের মণ্ডল পাড়ার মাঠের মধ্যে জঙ্গলের মাটির তলায় দুটি জার দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় বেলডাঙা থানার পুলিশকে। ওই দুটি জারে আনুমানিক ৫০টি বোমা রয়েছে বলে মনে করা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, বেলডাঙায় ভোটের আগে প্রায় ২০০টি বোমা উদ্ধার হয়েছে। বোমা বানাতে গিয়ে নিহত হয়েছে দুজন। বোমা মেরে খুন করা হয়েছিল পাশের এলাকা রেজিনগরে। ভোটের পরে ফের বোমা উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।