ওন্দা: প্রতিবেশী এক মহিলার স্বামীকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। গত ১২ এপ্রিল ওন্দা হাইস্কুল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভায় বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে দলেরই এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা গোস্বামী নামে এক গৃহবধূ। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি। বহাল তবিয়তে দলের পদে ছিলেন তৃণমূল নেতা আশিস দে। পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি স্তরে অভিযুক্ত নেতাকে টিকিটও দিয়েছিল তৃনমূল। বিজেপির কাছে হেরেও যায় সে। এবার ভোট মিটতেই ফের প্রিয়াঙ্কা গোস্বামীর উপর হামলার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল আশিস দে নামে ওই তৃনমূল নেতাকে। ওন্দার এই ঘটনায় বাঁকুড়ার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।
আশিস চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে ৯৫ হাজার টাকা নিয়েছেন। এই অভিযোগে ওই গৃহবধূ প্রিয়াঙ্কা বারবার দ্বারস্থ হন প্রশাসনের দরজায়। কিন্তু তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত অভিষেকের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। গত ১২ এপ্রিল ওন্দায় অভিষেক সভা করতে গেলে প্রিয়াঙ্কা বৃদ্ধার ছদ্মবেশে হাজির হয়ে সভা শেষে চিৎকার করে নজর টানেন। সে সময় প্রিয়াঙ্কার কাছে অভিযোগ শুনে অভিষেক পুলিশকে ওই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তারপরও অভিযুক্ত আশিস তৃনমূলের পদে থেকে গিয়েছিলেন। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে দল তাঁকে প্রার্থীও করে। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে হেরে যান আশিস।
আরও পড়ুন: Panchayat Election | দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিসে বোমা মারার অভিযোগ
অভিযোগ, ভোট মিটতেই গত ১২ জুলাই আশিসের নেতৃত্বে হামলা চালানো হয় প্রিয়াঙ্কার স্বামী সুব্রত গোস্বামীর উপর। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রিয়াঙ্কাও। বিষয়টি গত ১৩ জুলাই ওন্দা থানায় লিখিতভাবে জানান প্রিয়াঙ্কা। অভিযোগ পেয়ে ওন্দা পুলিশ শনিবার ওই তৃনমূল নেতাকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় দোলন প্রামানিক নামে অপর এক স্থানীয় তৃনমূল কর্মীকেও। এদিন ধৃত দুজনকেই বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে আশিসকে পুলিশ গ্রেফতার করায় খুশি প্রিয়াঙ্কা ও তাঁর পরিবার। তাঁদের দাবি, অবিলম্বে আশিসকে দলের সমস্ত পদ থেকে বহিস্কার করার পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও ওই তৃণমূল নেতা মারধরের কথা অস্বীকার করেছেন। তাঁকে মিথ্যে মামলায় ফাসানো হয়েছে বলে দাবি করেন তিনি।