কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিক বার দাবি করেছিলেন রাজ্যে ৩৫৫ ধারা জারি করার সময় চলে এসেছে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যে জঙ্গলরাজ (jungle raj) কায়েক হয়েছে। নির্বচনের নামে প্রহসন হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বিরোধী নেতা বলেন, এই সরকারের হাত থেকে রাজ্যকে এবং রাজ্যবাসীকে বাঁচাতে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে ৩৫৫ ধারা (Article 355) জারি করা হয়। অনেক কিছু করাতে হয়। সেটটা কী ভাবে তা কারাতে হয় সেটা আমি ভালো ভাবে জানি।
বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। শাসক তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারী প্ররোচনামূলক কথা রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক বলে দাবি শাসকদলের নেতাদের। তৃণমূলের একাধিক নেতা টুইট করে শুভেন্দুকে গ্রেফতারের দাবি করেন। শাসকদের নেতাদের দাবি, শুভেন্দু ভোটের ময়দানে লড়াইয়ে জিততে না পেরে রাজ্যের পরিস্থিতি অশান্ত করতেই বিদ্বেষমূলক মন্তব্য করছে। এই রাজ্যে সর্বধর্ম সমন্বয়ের মানুষ মিলেমিশে থাকে। বিরোধী দলনেতা রাজ্যের শান্ত পরিবেশকে নষ্ট করতেই ও সারা দেশের সামনে ছোট করতেই এই সব বলে বেড়াচ্ছে।
আরও পড়ুন: Panchayat Election 2023| Adhir Chowdhury | নতুন করে পঞ্চায়েত ভোটের দাবি তুললেন অধীর
শুভেন্দু মন্তব্যের বিরোধিতায় তৃণমূল সাকেত গোখলে বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি কীভাবে বাংলায় হিংসা উস্কে দিয়েছে তার জলজ্যান্ত প্রমাণ মিলেছে। বাংলায় বিরোধী দলনেতা ক্যামেরায় খোলাখুলি স্বীকার করেছেন যে ৩৫৫ ধারা জারি করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে বাংলায়। সাকেত বলেন, শুভেন্দুর এই মন্তব্যে রাজ্যে অশান্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
Shocking clinching evidence of how BJP incited violence in Bengal during Panchayat polls.
BJP Leader of Opposition in Bengal @SuvenduWB admits OPENLY on camera that BJP “must create an atmosphere in Bengal to bring in President’s Rule”.
This is why BJP unleashed violence – to… https://t.co/H7lqbubFYP
— Saket Gokhale (@SaketGokhale) July 13, 2023
তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন বলেন, ক্যামেরায় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্ররোচনামূলক কথা বলতে শোনা গিয়েছে। তাঁর বক্তব্যেই পরিষ্কার, পঞ্চায়েত নির্বাচনে হিংসার পিছনে কার হাত ছিল। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী রাজ্যে অশান্তি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে। আসনে ভোটের ফল দেখে তার মাথা খারাপ হয়ে গিয়েছে।
EXPLOSIVE VIDEO REVEALS WHO WAS BEHIND VIOLENCE IN BENGAL RURAL POLLS@SuvenduWB BJP Leader of the Opposition in Bengal on camera!
“We have to create an atmosphere where Article 355 (emergency provisions) will have to be implemented. I know how to get all this done.” pic.twitter.com/vWuiwu2SUj
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 13, 2023