আসানসোল: ঢালাই করা পাকা রাস্তায় দেখা গেল চওড়া হয়ে ফাটলের আকার নিয়েছে। এতটাই চওড়া যে, তার উপর দিয়ে গাড়ি চলাচল সম্ভব নয়। আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের কুলটির আলডি-নিয়ামতপুর রোডে এমনই ধসের ছবি দেখা গেল বৃহস্পতিবার। রাস্তার পাশাপাশি কমিউনিটি সেন্টার ও মাঠে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
বুধবার সকালে ধস নামার ফলে ফাটল দেখা দিয়েছিল কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর ফাটলের মাত্রা আরও বেড়ে যায়। এর ফলে কলের পাইপলাইন ফেটে যাওয়ার ফলে জলের সমস্যায় পড়েছে এলাকাবাসীরা। ইতিমধ্যে আলডি গ্রাম যাওয়ার রাস্তাটিও ঘিরে ফেলা হয়। কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়েও সেই বিপজ্জনক রাস্তা দিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ আলডি গ্রামে যাওয়ার মূল পাকা রাস্তা এটিই।
আরও পড়ুন: Panchayat Election | দেগঙ্গায় আইএসএফ প্রার্থীর দোকান ভাঙচুর, চলল বোমাবজিও
এই এলাকা দিয়ে অতীতে বেঙ্গল কোল নামে এক কোম্পানি কয়লা উত্তোলনের কাজ করত। এছাড়াও বাম আমলে ব্যাপকভাবে অবৈধ কয়লা উত্তোলন করা হত। তার ফলে এই এলাকায় প্রায়শই ধসের ঘটনা ঘটে থাকে। ধসপ্রবণ এলাকাটি বাসযোগ্য না হওয়ায় অনেক আগেই এখান থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল সরকার। আর আজকে ধসের ফলে মন্দিরের রাস্তায় মসজিদে ধসের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ২০২২ সালে ওই রাস্তাটি তৈরি করা হয়েছিল আবার সেই রাস্তাতেই নামল ধস। এলাকার মানুষদের এবং কাউন্সিলরের দাবি, শীঘ্রই ইসিএল এই সমস্যা সমাধানের উদ্য়োগ নিক।