কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস এলাকায় ঘুরে দেখে রাজ্যপালের কাছে রিপোর্ট দিল বিজেপির তথ্যানুসন্ধান দল। বৃহস্পতিবার বিজেপি এমপি রবিশঙ্কর প্রসাদ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, কাল থেকে বিভিন্ন জেলায় ঘুরছি। সেখানে ভয়ানক চিত্র উঠে এসেছে। সেইসব ছবি রাজ্যপালের সামনে তুলে ধরেছি। ফলাফলের পর বিজেপি প্রাথীদের বাড়ি ভাংচুর থেকে মারধর করা হয়েছে। তাও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করে রবিশঙ্কর বলেন, এ কেমন পুলিশ, যেখানে গরিবদের মারা হচ্ছে। যেখানে বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না। কাল মমতার সাংবাদিক সম্মেলন শুনেছি। শুধু আক্ষেপ বা দুঃখপ্রকাশ করে লাভ নেই। যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | জয়ী আইএসএফ প্রার্থীর স্বামীকে মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে
বুধবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ভোট সন্ত্রাস নিয়ে মিডিয়াকে আক্রমণ করেন। এর প্রেক্ষিতে রবিশঙ্কর বলেন, মিডিয়া যা চালাচ্ছে সেটা কি মিথ্যে? আমরা মিডিয়াকে বেশি বিশ্বাস করি মমতার তুলনায়। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা আজ ডায়ামণ্ড হারবার যাচ্ছি। পরিস্থিতি ক্ষতিয়ে দেখব। ওটা কার লোকসভা কেন্দ্র সেটা সকলেই জানে। দেখা যাক, ওখানে কী হয়।
উল্লেখ্য, এই তথ্যানুসন্ধান দলে রয়েছেন উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিং, কোরাহরার সাংসদ রেখা বর্মা, অসমের শিলচরের সাংসদ রাজদীপ রায় এবং উত্তরপ্রদেশের রাজ্যসভা সদস্য ব্রিজলাল।