ক্যালিফোর্নিয়া: পৃথিবীতে (Earth) প্রাণ সৃষ্টির অন্যতম উপাদান জৈব অণু (Organic Molecule)। প্রধানত এতে কার্বন (Carbon) এবং হাইড্রোজেন (Hydrogen) থাকে, এছাড়াও থাকে অক্সিজেন (Oxygen), নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার। এবার মঙ্গল গ্রহেও (Mars) পাওয়া গেল বৈচিত্র্যময় জৈব পদার্থ। লাল গ্রহের জেজেরো জ্বালামুখে (Jezero Crater) জৈব পদার্থ আবিষ্কার করেছে নাসার পারসিভারেন্স রোভার (Perseverance Rover)। বিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণা মঙ্গলে প্রাণের চিহ্ন খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
গবেষণাপত্রে বলা হয়েছে, “মঙ্গলগ্রহের মাটিতে সংরক্ষিত জৈব পদার্থের উপস্থিতি এবং বণ্টন সেখানকার কার্বন চক্র এবং গ্রহটিতে প্রাণের অস্তিত্বের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।” মঙ্গল থেকে আসা উল্কাতে (Meteorite) বিভিন্ন ধরনের জৈব অণু পাওয়া গিয়েছে, সে গ্রহের গেল জ্বালামুখেও পাওয়া গিয়েছে। গবেষকরা অবশ্য এখনও জানাননি যে ওই জৈব পদার্থের উৎস বায়োটিক নাকি ওই গ্রহে প্রাণ থাকার কারণে। লাল গ্রহে জৈব পদার্থের উৎস সম্পর্কে আরও বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: Earth | জানেন, পৃথিবীতে জলের সৃষ্টি কীভাবে ?
One thing I’m #SamplingMars for is organic molecules, the “building blocks” of life. The rock I got these two samples from has signals suggesting they may be present. Signs of biology, or another process, maybe? Hear why scientists would love to study sample #6 or #7 up close: pic.twitter.com/cQheyDqybd
— NASA’s Perseverance Mars Rover (@NASAPersevere) July 12, 2023
এই সব অণু জল এবং ধুলো একে অপরের সংস্পর্শে আসায় সৃষ্টি হতে পারে, আবার উল্কা থেকেও হতে পারে। নাসার (NASA) জেট প্রোপালশন ল্যাবরেটরির (Jet Propulsion Laboratory) ডঃ সুনন্দা শর্মা জানিয়েছেন, মঙ্গলে জৈব পদার্থের উৎস নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গলে ল্যান্ড করেছিল পারসিভিয়ারেন্স রোভার। প্রায় আড়াই বছর পর বৈচিত্রময় জৈব পদার্থ খুঁজে পেল সেটি। জেজেরো জ্বালামুখের মাটিতে যে ১০ জায়গায় টার্গেট করা হয়েছিল, তার প্রত্যেকটা জায়গা থেকেই জৈব অণুর সিগনাল পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, গত বছর নাসার কিউরিয়সিটি রোভার (Curiosity Rover) জৈব কার্বন সমৃদ্ধ পাথর খুঁজে পেয়েছিল যা সম্ভবত এককালে ওই গ্রহে ঘুরে বেড়ানো পোকামাকড় থেকে এসেছে।