কলকাতা: আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকীর স্বস্তি মিলল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ধর্ষণ মামলায় আদালতের রক্ষাকবচ পেলেন নওশাদ। বউবাজার থানায় এফআইআরের ভিত্তিতে করা মামলায় আপাতত নওশাদকে গ্রেফতার করা যাবে না বলে বুধবার নির্দেশ দিল বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি।
পঞ্চায়েত ভোটের তিন দিন আগেই নিউটাউন থানায় এক তরুণী নওশাদের বিরুদ্ধে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনেন। ওই তরুণী আদতে মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা এবং তৃণমূলের নেত্রী। তাঁর সঙ্গে তৃণমুলের মুর্শিদাবাদ জেলা এবং কলকাতার অনেক নেতার পরিচয় রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। যেদিন তিনি নিউটাউন থানায় অভিযোগ করেন, সেদিন তাঁর সঙ্গে ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যন সব্যসাচী দত্ত। ভোটের কদিন আগেই তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব্যসাচীকে ভাঙড়ের ভোট পরিচালনা দায়িত্ব দেন।
আরও পড়ুন: Panchayat Result 2023 | Malda | ভোটের ফলের পরেই রাজনৈতিক প্রতিহিংসায় মালদহে বলি এক
ওই দিন দুপুরেই তরুণীটি বউবাজার থানাতেও নওশাদের বিরুদ্ধে একই অভিযোগ এনে এফআইআর করে। তাতে বলা হয়, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর বউবাজারের অফিসে তাঁকে ধর্ষণ করেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। সম্প্রতি তাঁকে বিয়ে করারও কথা ছিল নওশাদের। কিন্তু সেই প্রতিশ্রুতি না রাখাতে থানায় অভিযোগ করেন।
নওশাদের দাবি ছিল, ভোটের মুখে তাঁকে বেকায়দায় ফেলতে তৃণমূল এই চক্রান্ত করেছে। তিনি এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত নন। বউবাজার থনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তসন্ত প্রক্রিয়াও শুরু করে। নওশাদ আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। বুধবার সেই আবাদনের শুনানিতেই আদালত জানায়, ১৮ জুলাই পর্যন্ত বউবাজার থনার অভিযোগের ভিত্তিতে নুশাদকে গ্রেফতার করা যাবে না।