মঙ্গলবার অর্থাৎ ১১ জুলাই ভারত (India) সহ বিশ্ব বাজারে লঞ্চ (Laucnhed) করেছে নাথিং ফোন ২ (Nothing Phone 2)। নতুন এই ফোনটির জন্যও বহু মানুষ অপেক্ষায় ছিল। নাথিং ফোন (1) এর উত্তরসূরি এই স্মার্টফোনে রয়েছে দারুণ স্টোরেজ সঙ্গে ফাস্ট চার্জিং ও ডুয়াল রিয়ার ক্যামেরা। ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কী কী সুবিধা রয়েছে এই ফোনে-
নাথিং ফোন ২-এর প্রথম চমক অবশ্যই তার স্টোরেজ। এটির টপ এন্ড ভেরিয়েন্টে ৫১২জিবি ইন্টার্নাল স্টোরেজ ও ১২জিবি র্যাম পাবেন ক্রেতারা। আর যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেখানে থাকছে ৮জিবি র্যাম ও ১২৮GB স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ আরও বাড়ানো যাবে।
নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে। সামনে এবং পিছনে রয়েছে গরিলা গ্লাস, যা আপনার ফোনটিকে যে কোনও রকম ক্ষতির হাত থেকে বাঁচাবে। নাথিং ফোন ২-এ মিলবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরে। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন:PUBG Addiction | দিনে ১৫ ঘণ্টা পাবজি, মস্তিষ্কে সমস্যা দেখা দিল রাজস্থানের কিশোরের!
ব্যাটারির ক্ষেত্রে বদল এনেছে নাথিং। এই ফোনে আরও বেশি ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে। এই ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের PPS ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ফোনে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৫ মিনিট। ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারও রয়েছে। সেক্ষেত্রে ফোনে পুরো চার্জ হতে সময় লাগবে ১৩০ মিনিট। এই ফোনে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে।
স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুসারে তাদের দামও আলাদা রেখেছে কোম্পানিটি। ৮জিবি+ ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। ১২জিবি+২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। আর ১২জিবি+৫১২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি আপনি ৫৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।